Kajol

ব্যক্তিগত জীবনে ঝড়? ‘কঠিন সময়’-এর কথা বলে নেটদুনিয়া থেকে বিরতি নিলেন কাজল

গত সপ্তাহেই নিজের অভিনীত ছবি ‘দুশমন’-এর ২৫ বছর উপলক্ষে পোস্ট করেছিলেন কাজল। তাতে শুভেচ্ছায় ভরিয়েছিলেন সতীর্থরা। এর মধ্যে কী এমন হয়ে গেল যে নেটদুনিয়া থেকে বিদায় নিলেন কাজল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৫:০৭
Share:

কাজল। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার ঘোষণা করলেন কাজল। মুছে দিলেন আগের সব পোস্ট। টুইটার হ্যান্ডল এবং ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। লিখেছেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” এর চেয়ে বেশি কিছু উল্লেখ করেননি অবশ্য। যদিও উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা, “সব ঠিক আছে তো?” কেউ আবার ভাবছেন, পারিবারিক সমস্যা। জল্পনায় মুখর নেটদুনিয়া।

Advertisement

সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় কাজল। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন সেখানেই। পোস্ট করেন স্বামী অজয় দেবগন, কন্যা নিসা কিংবা পুত্র যুগকে নিয়েও। হঠাৎ সমাজমাধ্যম ছেড়ে কাজলের চলে যাওয়ার সিদ্ধান্তে চমকেছেন অনুরাগীরা। কাজলের রহস্যাবৃত পোস্টে কেউ মন্তব্য করেন, “সময় নিন। খারাপ সময় আসে আবার চলেও যায়।” আবার কেউ লিখলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী। ঝড়ঝাপটা সামলে নিতে পারবেন।”

গত সপ্তাহেই নিজের অভিনীত ছবি ‘দুশমন’-এর ২৫ বছর উপলক্ষে পোস্ট করেছিলেন কাজল। তাতে শুভেচ্ছায় ভরিয়েছিলেন সতীর্থরা। ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন বঙ্গতনয়া কাজল। তাঁর পরিবারের সদস্যরাও ছবির জগতের নামকরা তারকা। কাজলের মা তনুজা, মাসি নূতন ইন্ডাস্ট্রির সাড়া ফেলা মুখ। কাজলের বাবা সোমু মুখোপাধ্যায়ও ছিলেন পরিচালক এবং প্রযোজক। কাজলের ছোট বোন তনিশাও অভিনয়ে এসেছেন।

Advertisement

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী এখন কী ধরনের সমস্যায় আছেন তা স্পষ্ট নয়। তবে হাতে একগুচ্ছ কাজ। আগামী দিনে কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ় ২’ সিরিজ়ে। কাজলের সর্বশেষ অভিনীত ছবি ‘সালাম ভেঙ্কি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement