Justin Bieber

‘হ্যালি যত দিন সন্তান ধারণ করতে পারবে, আমি বাবা হতে থাকব’, বললেন জাস্টিন বিবার

এক সময়ে জানিয়েছিলেন, কেন হ্যালিকেই নিজের সন্তানের মা হিসেবে দেখতে চান। নিজেও বহুদিন ধরে বাবা হওয়ার স্বপ্ন দেখেছেন জাস্টিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৪ ১৯:৩৯
Share:

জাস্টিন বিবার-হেইলি বিবার। ছবি: সংগৃহীত।

বাবা হতে চলেছেন মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। স্ত্রী হ্যালি বিবারের সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ছবি নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন তিনি। এক সময়ে জানিয়েছিলেন, কেন হ্যালিকেই নিজের সন্তানের মা হিসেবে দেখতে চান তিনি। নিজেও বহু দিন ধরে বাবা হওয়ার স্বপ্ন দেখেন পপ তারকা।

Advertisement

এক সাক্ষাৎকারে জাস্টিনকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে ক’জন সন্তানের বাবা হতে চান তিনি? ‘‘হ্যালি যত জন সন্তান নিজের শরীরে ধারণ করতে পারবে, আমি তত জনেরই বাবা হতে চাই। আমি চাই, আমার নিজের একটা ছোট বংশ হোক। তবে শরীরটা ওর। তাই ওর উপরই নির্ভর করছে।’’

জাস্টিন জানিয়েছিলেন, হ্যালিও বেশ কয়েক জন সন্তানের মা হতে চান। ২০২১-এর সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমার মনে হয়, মহিলা হিসেবে হ্যালির এখনও অনেক কিছু অর্জন করা বাকি আছে। ও এখনও প্রস্তুত নয়। তবে সেটা নিয়ে কোনও সমস্যা নেই।’’

Advertisement

মার্কিন মডেল হ্যালি সম্পর্কে জাস্টিন আরও বলছেন, ‘‘বিভিন্ন ইভেন্টে আমি হ্যালিকে দেখতাম। এক দিন একটি বাচ্চার সঙ্গে ওকে দেখলাম। তখনই আমার অদ্ভুত লাগল! আমি বুঝলাম, এই-ই আমার জীবনসঙ্গী। আমি একটা ঘরের বাইরে থেকে ওকে দেখছিলাম। ও একটি বাচ্চাকে আগলে রেখেছিল। ওর চোখে মুখে আমি অদ্ভুত এক মমতা দেখেছিলাম। তখনই স্থির করেছিলাম, আমার সন্তানের মা ও-ই হবে।’’

জাস্টিন ও হ্যালির মাতৃত্বকালীন ফটোশুট-এ মুগ্ধ হয়েছে নেটাগরিকরাও। হ্যালির পরনে সাদা লেসের পোশাক। দেখা যাচ্ছে, জাস্টিন হ্যালির স্ফীতোদরের ছবি তুলছেন। দম্পতির পোস্টে শুভেচ্ছা জানান নেটাগরিকরা। ২০১৮-তে গোপনে বিয়ে করেন জাস্টিন ও হ্যালি। বিয়ের আগে বেশ কিছু দিন সম্পর্কে ছিলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement