Jisshu Sengupta

Jisshu Sengupta: ‘রাজনীতি নিয়ে আমার উৎসাহ রয়েছে, খোঁজখবরও রয়েছে, কিন্তু...’

আনন্দবাজার অনলাইনের ‘অ-জানাকথা’য় শনিবারের অতিথি ছিলেন যিশু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৫:৫৪
Share:

​​​​​​​আনন্দবাজার অনলাইনের ‘অ-জানাকথা’য় শনিবারের অতিথি ছিলেন যিশু।

নিজস্ব রাজনীতি তাঁর অবশ্যই রয়েছে। রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকলে এত দিনে ইন্ডাস্ট্রিতে হয়তো তাঁর বড় জায়গাও তৈরি হতে পারত। এই মুহূর্তে প্রথাগত রাজনীতিতে আসার ইচ্ছে নেই তাঁর। শনিবার সন্ধ্যায় আনন্দবাজার অনলাইনের লাইভ অনুষ্ঠানে এমনটাই জানালেন অভিনেতা যিশু সেনগুপ্ত।

আনন্দবাজার অনলাইনের ‘অ-জানাকথা’য় শনিবারের অতিথি ছিলেন যিশু। সেখানে রাজনীতি নিয়ে আলোচনার সময় ভিনেতাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে প্রথাগত রাজনীতিতে তিনি আসতে চান কি না? ওই প্রশ্নের জবাবে যিশু বলেন, ‘‘রাজনীতি নিয়ে উৎসাহ রয়েছে। বাংলা, ভারতে কী হচ্ছে না-হচ্ছে, সে ব্যাপারে খবরাখবর রাখি। কিন্তু প্রথাগত রাজনীতিতে আসার এখনই কোনও পরিকল্পনা নেই আমার। তবে ইচ্ছে রয়েছে। পরে কখনও ভেবে দেখলেও দেখতে পারি।’’

Advertisement

প্রথাগত রাজনীতিতে আসা নিয়ে কথা বলার আগেই যিশু বলেছেন, ‘‘রাজনীতি করতে পারলে ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গা তৈরি হতে পারত আমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement