শনিবার, বড়দিনের রাতে আরও এক বার জন্ম নিলেন যিশু! আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানা কথা’য়। অবশ্যই খ্রিস্ট নয়, সেনগুপ্ত। আদতে কবে জন্মেছেন অভিনেতা? আড্ডায় নিজমুখে জানিয়েছেন, ১৫ মার্চ, জুলিয়াস সিজারের মৃত্যুদিনে তাঁর জন্ম! তবুও তাঁর নাম যিশু কেন? ‘‘সেই জিজ্ঞাসা আমারও ছিল’’, আড্ডার শুরুতেই অকপটে বলেছেন বাংলা-বলিউড-দক্ষিণী পর্দার সাম্প্রতিক ‘উষ্ণতম’ নায়ক!
আফশোসও করেছেন, ভেবেছিলেন বেশ জমকালো একটা নাম হবে! বদলে দুই অবতারের নামে নামী তিনি! বিশ্বরূপ আর যিশু। অভিনেতার কথায়, ‘‘মা-বাবা, দিদা-দাদু ‘কৃষ্ণ-যিশু’ কাউকেই ছাড়েনি! দু’জনকেই বেঁধে দিয়েছেন আমার সঙ্গে।’’
আর এ ভাবেই যেন ‘জাতিস্মর’ ছবির কবির লড়াইয়ের সেই বিখ্যাত গান ‘কৃষ্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই’ জায়গা করে নিয়েছে অভিনেতার জীবনে। যদিও তার পরেই তিনি ফাঁস করেছেন তাঁর নাম-মাহাত্ম্য। জন্মের আগে তাঁর মা-বাবা নাকি কয়েক বার স্বপ্নে যিশুখ্রিস্টের দর্শন পেয়েছিলেন। তখনই তাঁরা ঠিক করেছিলেন, ছেলে হলে নাম রাখবেন যিশু। সেই ভাবনারই ফসল তাঁর নামকরণে।
যাঁর নামে নাম তাঁর, সেই যিশুর জন্মশহর ভ্যাটিকান সিটিতে অভিনেতা গিয়েছেন কখনও?
যিশু এ বারেও সোজাসাপ্টা। পেশার দৌলতে বিশ্বের তাবড় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে এখনও পর্যন্ত রোমে পা রাখা হয়ে ওঠেনি! অথচ, রোম, ভ্যাটিকান সিটি তাঁকে আকর্ষণ করে। সে শহরটা খুব ঘুরে দেখতে ইচ্ছে করে। তা কি তাঁর নামও যিশু বলে? প্রত্যুত্তরে হাসিমাখা জবাব এসেছে- ‘‘যিশু খ্রিস্টের উপরে আমার কোনও আকর্ষণ নেই। আমি শহরের টানেই সেখানে পা রাখব।’’