জাভেদ আখতার ও কঙ্গনা রানাউত।
কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গত মাসে। বৃহস্পতিবার তাঁর আইনজীবীর মাধ্যমে বয়ান করলেন রেকর্ড গীতিকার জাভেদ আখতার। মুম্বইয়ের আন্ধেরির মেট্রোপলিটন কোর্টে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তাঁর বয়ান রেকর্ড করা হল।
ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন জাভেদ। অভিযোগ ছিল, অভিনেত্রী কঙ্গনা রানাউত টেলিভিশনে ক্রমাগত জাভেদের নামে অপমানসূচক ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এতে প্রবীণ কবি ও গীতিকার জাভেদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য বলিউডের একাধিক প্রভাবশালী মানুষের দিকে আঙুল তুলেছিলেন অভিনেত্রী। সে প্রসঙ্গে এসেছিল জাভেদের নামও। এ ছাড়া কঙ্গনা অভিযোগ করেছিলেন যে, জাভেদ তাঁকে হুমকি দিয়েছিলেন যেন হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ না খোলেন তিনি। জাভেদের দাবি, এ সব অভিযোগ ‘মিথ্যে’ এবং দ্রুত কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। আদালতে এই মামলার শুনানি হবে ১৯ ডিসেম্বর।
আরও পড়ুন: আমি যাই করি, যাই পরি, লোকে আমাকে ট্রোল করবেই: অনন্যা পাণ্ডে
আরও পড়ুন: ডেটিংয়ে আসতে দেরি, অভিমানী তৃণাকে কী ভাবে ভোলালেন নীল?