Janhvi Kapoor

বাবার প্রযোজনায় এ বার ‘বম্বে গার্ল’-এ জাহ্নবী

এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৯ ১৫:২৭
Share:

বাবার সঙ্গে জাহ্নবী।

প্রথম বার বাবা বনি কপূরের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন শ্রীদেবী-বনির বড় মেয়ে জাহ্নবী কপূর। ছবির নাম ‘বম্বে গার্ল’।ছবিটি পরিচালনা করছেন, ‘স্ট্রাইকার’ খ্যাত সঞ্জয় ত্রিপাঠি।

Advertisement

ছবিতে জাহ্নবীর চরিত্রটি কীরকম? একটি সংবাদ মাধ্যমকে বনি জানান, জাহ্নবীর চরিত্রটি তাঁর বাকি চরিত্রের থেকে একেবারেই আলাদা। তাঁর বক্তব্য, “ছবি নিয়ে আমি বেশ এক্সাইটেড। একটা জিনিস দর্শকদের বলতে পারি। ছবিটি এক বার দেখার পর আর ভুলতে পারবেন না।”প্রথম বার মেয়ের সঙ্গে কাজ করার অনুভূতিটা ঠিক কেমন? বনি বলেন, “আমার মনে হয় সব বাবা-মায়ের কাছে এটা খুবই ইমোশনাল জার্নি। অর্জুনের সঙ্গেও যখন প্রথম বার এক সঙ্গে কাজ করেছিলাম, একই রকম অনুভূতি হয়েছিল।”

যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে এখনই নারাজ বনি, তবুও শোনা যাচ্ছে, এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি।সব কিছু ঠিক থাকলে পরের বছর জানুয়ারিতে ওই ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে আপাতত পরবর্তী ছবি ‘রুহি আফজা’ নিয়ে বেজায় ব্যস্ত জাহ্নবী। ছবিতে রাজকুমার রাও-এর বিপরীতে দেখা যাবে তাঁকে।

Advertisement

আরও পড়ুন- ভালবাসার মানুষের সঙ্গে পুজোয় মাতলেন মানালি

আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর, পরনে শাড়ি, পুজোয় ঢাক বাজালেন নুসরত— দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement