Irrfan Khan

ইরফানের ছবির প্রচারের জন্য নাচলেন আলিয়া, অনুষ্কা, জাহ্নবী

আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনুষ্কা শর্মা, কায়রা আডবাণী, কৃতী শ্যানন সহ অনেক অভিনেত্রীরা অংশ নিলেন সোশ্যাল মিডিয়ার এক ক্যাম্পেনে যার নাম ‘শেয়ারিং লাভ ফর #‘আংরেজি মিডিয়াম’।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ১৮:৪৪
Share:

ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামী ১৩ ই মার্চ মুক্তি পেতে চলেছে ইরফান খান অভিনীত ‘আংরেজি মিডিয়াম’। তবে অসুস্থতার কারণে ছবির প্রচারে তেমন ভাবে যোগ দিতে পারছেন না অভিনেতা। ছবি মুক্তির প্রায় সপ্তাহ খানেক আগে নেট দুনিয়ায় দেখা গেল বলিউডের তারকাদের এক অভিনব প্রয়াস। আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনুষ্কা শর্মা, কায়রা আডবাণী, কৃতী শ্যানন সহ অনেক অভিনেত্রীরা অংশ নিলেন সোশ্যাল মিডিয়ার এক ক্যাম্পেনে যার নাম ‘শেয়ারিং লাভ ফর #‘আংরেজি মিডিয়াম’।’ ছবির প্রোমোশনের এই নয়া পন্থা বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

বলিউডের এই দারুণ প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে নেটাগরিকরা। ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে ইরফান খানের ক্যামব্যাক ছবি ‘আংরেজি মিডিয়াম’। এই ছবি ঘিরে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে। অসুস্থতার সময় ভক্তদের অফুরন্ত ভালবাসা পেয়েছেন ইরফান। কেবল ভক্তরাই নন ইরফানের দুঃসময় তাঁর পাশে ছিল গোটা বলিউড। আরও একবার ইরফানের পাশে দাঁড়াল বলি পাড়া । ইনস্টাগ্রামের ভিডিয়োতে অভিনেত্রীরা নাচ ও অন্যান্য অঙ্গভঙ্গিমায় আভাস দিলেন নতুন কিছু আসতে চলেছে খুব শীঘ্রই। শুধুমাত্র তাদের প্রিয় স্টার ইরফান খানের জন্য। ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বলি সেলেবদের এই ভিডিয়ো।

‘হিন্দি মিডিয়াম’-এর সিকুয়েল ‘আংরেজি মিডিয়াম’। ছবিতে রাধিকা মদনকে দেখা যাবে ইরফান খানের মেয়ের চরিত্রে। মেয়ের বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ করতে কী কী সমস্যায় পরতে হয়েছে বাবা ইরফানকে তাই নিয়েই ছবির মূল চিত্রনাট্য। ইরফান ছাড়াও ছবিতে দেখা যাবে করিনা কপূর খানকে।

Advertisement

দেখুন সেই ট্রেন্ডিং ভিডিয়ো...

Sharing ❤ for #AngreziMedium @irrfan @homster #dineshvijan @maddockfilms #KudiNuNachneDe 🎶 @soulfulsachin @jigarsaraiya @anaitashroffadajania 🙏❤ #WatchThisSpace for more! #StayTuned for 4th March, 2020.

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement