—ফাইল চিত্র।
ডেবিউ করার পর থেকেই সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে জাহ্নবী কপূরকে। সামনেই আসছে তাঁর ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, যার ট্রেলার বেরোনো মাত্রই ফের ট্রোলড হতে হচ্ছে জাহ্নবীকে। তবে তাঁর কাছে দর্শক-সমালোচকের মতামতের গুরুত্ব রয়েছে। অভিনয় ও অভিব্যক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। জাহ্নবীর কথায়, ‘‘এই পরিস্থিতিতে একটা কথাই বুঝতে পারলাম। যতক্ষণ না আমি অসাধারণ কিছু করছি, ততক্ষণ দর্শক আমাকে গ্রহণ করবেন না।’’
শ্রীদেবীর সঙ্গে তুলনা, স্টারকিড ও নেপোটিজ়ম নিয়ে বিতর্ক— কেরিয়ারের প্রথম দিন থেকেই জাহ্নবীকে সম্মুখীন হতে হয়েছে প্রতিকূলতার। ‘ধড়ক’-এর সময়েও তাঁর অভিনয়ের জড়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে সমালোচনাকে সহজ ভাবেই নিতে চান অভিনেত্রী, ‘‘মানুষের আবেগ, মতামত, তাঁরা কী বলছেন, সেটা আমার কাছে সব সময়ে গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে, আমি অন্যদের তুলনায় অনেক সহজেই সুযোগ পেয়ে গিয়েছি। তাই পরিশ্রম করে নিজেকে প্রমাণ করার দরকার হলে তা করতে রাজি আমি। দর্শকের ভালবাসার চেয়ে বড় কিছু
হয় না। তাঁরা আমার মা-বাবাকে ভালবেসেছেন বলেই আজ এই জায়গায় আমি দাঁড়িয়ে। তাই তাঁদের প্রত্যাশা পূরণ করাও আমার কর্তব্য।’’