Janhvi Kapoor

উল্টো ভাবে বই ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড জাহ্নবী কপূর

শুক্রবার নয়া দিল্লিতে লেখক হরিন্দর সিক্কার বিখ্যাত ‘ স্পাই থ্রিলার’ ‘ কলিং সেহমাত’-এর হিন্দি সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে জাহ্নবী আমন্ত্রিত ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ১৮:২৭
Share:

জাহ্নবী কপূর। ছবি- ইনস্টাগ্রাম

সেলিব্রিটি হওয়া কম ঝক্কির নয়। চারিদিকে হাজারও ক্যামেরা। পান থেকে চুন খসলেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে সেলেবদের। সম্প্রতিএকটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে উল্টো করে বই ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলিং-এর মুখে পড়তে হয় শ্রীদেবী কন্যা অভিনেত্রী জাহ্নবী কপূরকে।

Advertisement

শুক্রবার নয়া দিল্লিতে লেখক হরিন্দর সিক্কার বিখ্যাত ‘ স্পাই থ্রিলার’ ‘ কলিং সেহমাত’-এর হিন্দি সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে জাহ্নবী আমন্ত্রিত ছিলেন। এমব্রয়ডারি করা সাদা সিফন শাড়িতে তাঁকে দেখতেও লাগছিল মোহময়ী। কিন্তু সবকিছুকে ছাপিয়ে দিয়ে নিজের অসতর্কতায় ঘটে যাওয়া এক ছোট্ট ভুলে রাতারতি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে ওঠেন ‘ ধড়ক’ ছবির ওই অভিনেত্রী।

Advertisement

উলটো করে বই হাতে দাঁড়িয়ে জাহ্নবী

আরও পড়ুন- দত্তক নিয়েছিলেন আগেই, এ বার কন্যাশিশুর জন্ম দিলেন ছোটপর্দার এই জনপ্রিয় তারকা

আরও পড়ুন- ‘অপয়া বলে আমায় ফিল্মে নিতেই চাইতেন না প্রযোজকরা’

পাশে দাঁড়ানো লেখক বইটি সোজা করে ধরলেও দেখা যায় জাহ্নবী উল্টো করে বই হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় ওই অনুষ্ঠানের ছবিটি। ভাইরাল হতেই কেউ কেউ জাহ্নবীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement