Sridevi

Janhvi Kapoor: ‘তোমাকে ভালবাসি লাব্বু’, শ্রীদেবীর লেখা হাতে ট্যাটু করে রাখলেন জাহ্নবী

জাহ্নবীর হাতে লেখা, ‘আই লাভ ইউ লাব্বু’। বড় কন্যাকে এ নামেই ডাকতেন শ্রীদেবী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ২০:২৮
Share:

শ্রীদেবীর সঙ্গে জাহ্নবী।

মা আর নেই। জড়িয়ে রয়েছে তাঁর স্মৃতি। তেমনই বলছে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পোস্ট। শ্রীদেবীর হাতে লেখা বাক্যকেই নিজের হাতের ট্যাটু করে রাখলেন তিনি। জাহ্নবীর উদ্দেশে কী লিখেছিলেন তাঁর মা?

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, জাহ্নবীর হাতে লেখা, ‘আই লাভ ইউ লাব্বু’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘লাব্বু, তোমাকে ভালবাসি।’ ভালবেসে জ্যেষ্ঠ কন্যাকে এই নামেই ডাকতেন শ্রীদেবী। মায়ের এই স্মৃতিকে সারা জীবনের জন্য নিজের করে নিলেন জাহ্নবী।

অতীতে শ্রীদেবীর হাতে লেখা চিঠির ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন জাহ্নবী। তাতে লেখা ছিল, ‘তোমাকে ভালবাসি লাব্বু। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।’

Advertisement

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী। দুবাইয়ে এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে আচমকা মৃত্যু হয় তাঁর। শ্রীদেবীর মৃত্যুর ছ’মাসের মাথায় মুক্তি পায় মেয়ে জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। মা প্রথম ছবি দেখে যেতে পারেননি, এই আফসোস আজও মেটেনি জাহ্নবীর। সামনে অনেকটা পথ। শ্রীদেবীর স্মৃতিকে আঁকড়েই এগোচ্ছেন জাহ্নবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement