Janhvi Kapoor

‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানে জাহ্নবীর নাচ মুগ্ধ করল নেটাগরিকদের

পরনে আশমানি রঙের আনারকলি। পুরোনো হিন্দি গানে জাহ্নবীর নজরকাড়া এক্সপ্রেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৭
Share:

জাহ্নবী কপূর। ছবি: ফেসবুক।

বিভিন্ন অনুষ্ঠানে জাহ্নবীর নাচ এর আগেও নজর কেড়েছে নানা মহলে। ফের আরেকবার নিজের অসাধারণ ‘ডান্সিং মুভ’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। আসছে হোলি। তার আগেই তিনি নেচে উঠলেন ১৯৬৫ সালে ‘গাইড’ ছবির বিখ্যাত গান ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানের তালে। পুরোনো গানেই হোলিকে আহ্বান জানালেন জাহ্নবী। ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানে ওয়াহিদা রহমানের অসাধারণ নৃত্যশৈলি আর মুখভঙ্গিমা কোনও দিনও ভোলার নয়। আজ জাহ্নবীর নাচ স্মরণ করিয়ে দিল ৬৫ সালের সেই লাস্যময়ী ওয়াহিদা রহমানের কথা।

Advertisement

জাহ্নবীর এই নতুন নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পরনে আশমানি রঙের আনারকলি। পুরোনো হিন্দি গানে জাহ্নবীর নজরকাড়া এক্সপ্রেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।

আরও পড়ুন-‘দারুণ অনুভূতি’, ক্যাটরিনার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ভিকি

Advertisement

আগামী ২৪ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে জাহ্নবী অভিনীত ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। এই বছর তাঁর হাতে রয়েছে আরও অনেকগুলো প্রজেক্ট। রাজকুমার রাওয়ের বিপরীতে তিনি অভিনয় করতে চলেছেন ‘রুহী আফসা’ ছবিতে। এ ছাড়াও ‘দোস্তানা ২’ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে তাঁকে ।

দেখুন জাহ্নবীর সেই নজরকাড়া নাচের ভিডিয়ো...

When u lose balance so u have to improv an over dramatic end 🕺🏼🎶🌈

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement