James Earl Jones

‘স্টার ওয়ার্স’ থেকে বিদায় নিচ্ছেন জেমস আর্ল জোনস, ‘ডার্থ ভাডার’-এর ভয়েস ওভারে কি নতুন কেউ?

‘স্টার ওয়ার্স’ ফিল্ম সিরিজ়ের জনপ্রিয় খলনায়ক ‘ডার্থ ভাডার’ চরিত্রের ভয়েসওভার দিতেন জেমস আর্ল জোনস। সম্প্রতি তা থেকে অবসর নিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১১:২৪
Share:

‘স্টার ওয়ার্স’ থেকে সরে এলেন জেমস আর্ল জোনস। ছবি: সংগৃহীত

সম্প্রতি হলিউডের জনপ্রিয় একটি ফিল্ম সিরিজ় থেকে অবসর নিলেন জেমস আর্ল জোনস। ‘স্টার ওয়ার্স’ সিরিজ়ের সঙ্গে আর যুক্ত থাকবেন না তিনি। এই ফিল্ম সিরিজ়ের এক জনপ্রিয় খলনায়ক ‘ডার্থ ভাডার’। এই চরিত্রের ভয়েস-ওভার আর্টিস্ট হিসাবে দীর্ঘ দিন ধরে কাজ করে এসেছেন জেমস।

Advertisement

সম্প্রতি ৯১ বছরে পা দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বয়সজনিত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন জেমস।

জেমস সরে যাওয়ার পর কি নতুন কাউকে পছন্দ করেছেন ‘স্টার ওয়ার্স’ ছবির সঙ্গে যুক্ত সদস্যরা? এই প্রসঙ্গে ‘স্টার ওয়ার্স’-এর সাউন্ড সুপারভাইজ়িং এডিটর ম্যাথিউ উড বলেছেন, ‘‘আমাদের আর্কাইভে জেমসের বহু রেকর্ডিং রয়েছে। সেই রেকর্ডিং থেকেই ভয়েসের পুনর্ব্যবহার করা হবে।’’ প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সাহায্য নেবেন বলেও জানিয়েছেন ম্যাথিউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement