অভিনেতা জগদীপ (১৯৩৯-২০২০)—ফাইল চিত্র
প্রয়াত অভিনেতা জগদীপ। বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার রাত সাড়ে আটটার সময় মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর পারিবারিক বন্ধু প্রযোজক মেহমুদ আলি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুস্থায় ভুগছিলেন প্রবীণ কৌতুকাভিনেতা।
জগদীপের প্রকৃত নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। শিশুশিল্পী হিসেবে তাঁর প্রথম ছবি ‘অফসানা’ মুক্তি পেয়েছিল ১৯৫১ সালে। অর্ধশতকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করেছেন চারশোরও বেশি ছবিতে।
তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘দো বিঘা জমিন’, ‘হম পঞ্ছি এক ডাল মেঁ’, ‘ব্রহ্মচারী’, ‘এজেন্ট বিনোদ’, ‘অন্দাজ অপনা অপনা’, ‘চায়না গেট’ এবং ‘শোলে’। শেষ ছবি ‘গলি গলি চোর হ্যায়’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে মরণপণ লড়াইয়েও প্রয়াত কৌতুকাভিনেতার ঠোঁটের কোণে লেগে থাকত এক চিলতে হাসি
জগদীপের অভিনীত চরিত্রগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় ‘শোলে’-এর সুরমা ভোপালী। কৌতুকচরিত্রের পাশাপাশি তিনি বলিউডের বেশ কিছু হরর মুভিতেও অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: ‘নেপোটিজ়ম’-এর প্রতিফলন কিন্তু ইন্ডাস্ট্রিতে একমুখী নয়
জগদীপের সন্তানদের মধ্যে জাভেদ জাফরি এবং নাভেদ জাফরি পা রেখেছেন বাবার দেখানো পথে। অভিনেতার পাশাপাশি জাভেদ জাফরি বলিউডের জনপ্রিয় সঞ্চালক। নাভেদ জাফরি বলিউডের পরিচালক।
অশীতিপর অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে।