টাইগার শ্রফের সঙ্গে আয়েশা শ্রফ। ছবি: সংগৃহীত।
লক্ষ লক্ষ টাকা চোট গেল অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের। টাকা উদ্ধার করতে সোজা থানা গেলেন টাইগার শ্রফের মা। প্রায় ৫৮ লক্ষ টাকার প্রতারণার শিকার আয়েশা। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় আলান ফার্নান্ডেজ় নামক এক ব্যক্তির নামে অভিযোগ জানালেন টাইগারের মা। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৮, ৪৫৬, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় মামলা দায়ের করেছেন জ্যাকি-পত্নী।
সূত্রের খবর, ২০১৮ সালে ২০ নভেম্বর ওই ব্যক্তিকে টাইগার শ্রফ ও তাঁর মা আয়েশার শ্রফের কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়। ওই ব্যক্তি টাইগার ও তাঁর মায়ের কোম্পানির নাম ভাঙিয়ে ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫৮ লক্ষ টাকা বাজার থেকে তোলেন।
এই প্রথম নয়, বছর আটেক আগেও প্রতারণার শিকার হন আয়েশা। প্রাক্তন মডেল তথা বলিউড প্রযোজক আয়েশার আগেও ৪ কোটি টাকা চোট হয়। সেই সময় মামলা দায়ের করেছিলেন অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে। এ বার ফের একই ঘটনার পুনরাবৃত্তি।