Tota Roy Chowdhury

Tota Roy Chowdhury: তুমি আসবে বলেই আকাশ মেঘলা..., ছাদে একা কার প্রতীক্ষায় টোটা?

সঙ্গীহীন ‘জুন’ জানিয়েছেন, বাস্তবে তিনিও ‘রোহিত সেন’কেই চান!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৭:৩০
Share:

টোটা রায়চৌধুরী

শেষমেশ কি প্রেমে পড়লেন টোটা রায়চৌধুরীও!

Advertisement

অভিনেতার সামাজিক পাতা বলছে, ‘ফেলুদা’-র আবরণ সরিয়ে তিনি মনে-প্রাণে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘রোহিত সেন’। কালো শার্ট, ঘিয়ে ট্রাউজার্স, চোখে সরু ফ্রেমের চশমায় টোটা সুপুরুষ। রোহিত সেনের সাজে তিনি একলা দাঁড়িয়ে স্টুডিয়োর ছাদে! উদাসী দৃষ্টি মেলে কাকে যেন খুঁজছেন! সেই ছবি নেটমাধ্যমে ভাগ করে মুখবন্ধে অভিনেতা লিখেছেন, ‘তুমি আসবে বলে আকাশ মেঘলা...’। যাঁরা গান ভালবাসেন তাঁরা জানেন, টোটা নচিকেতা চক্রবর্তীর রোম্যান্টিক গান ‘তুমি আসবে বলে’-র একটি পংক্তি ধার নিয়ে মনের কথা জানিয়েছেন।

কিন্তু, কার প্রতীক্ষায় টোটা?

Advertisement

বাস্তবে অভিনেতার অনুরাগিনীর সংখ্যা নেহাৎ কম নয়। ধারাবাহিকের দুই মুখ্য নারী চরিত্র ‘শ্রীময়ী’ এবং ‘জুন আন্টি’ তাঁর অন্ধ ভক্ত। স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক ৬০০ পর্বে পা রাখতেই কেন্দ্রীয় চরিত্রাভিনেতা ইন্দ্রাণী হালদার লেখক-পরিচালক-প্রযোজক-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে আবদার রেখেছিলেন, বাস্তবেও তাঁর ‘রোহিত সেন’ চাই। সে ব্যবস্থা করতে হবে লীনাকেই! আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষাৎকারে কিছু দিন আগেই সঙ্গীহীন ‘খলনায়িকা জুন’ জানিয়েছেন, বাস্তবে তিনিও ‘রোহিত সেন’কেই চান! টোটা নিজে জানিয়েছেন, এই চরিত্রে অভিনয়ের পর তাঁর কাছে বিয়ের একাধিক সম্বন্ধ এসেছে।

ছাদে কার প্রতীক্ষায় টোটা?

বৃষ্টিভেজা প্রেমের মরশুমে অভিনেতা তা হলে কাকে বেছে নিচ্ছেন? শ্যুটের ব্যস্ততার কারণে তাঁকে ফোনে পাওয়া যায়নি। বদলে তাঁর হয়ে মুখ খুলেছেন ১৫ হাজার নেটাগরিক। এক জন খোলাখুলি টোটার প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করে বলেছেন, ‘আপনি কার আসার আশায় আছেন, জানি না। তবে আনন্দ নিকেতনে আপনার আসার আশায় পথ চেয়ে চেয়ে দৃষ্টি ঝাপসা হয়ে এল! কবে ফিরবেন?' কেউ জানিয়েছেন, ‘তুমি আসবে বলে... বৃষ্টি মাখা দৃষ্টি নিয়ে আজও পথ চেয়ে থাকি!’

জনৈক নেটাগরিক ফের নচিকেতার-ই সাহায্য নিয়েছেন। শিল্পীর গানের বাকি কয়েকটি পংক্তি তুলে জানিয়েছেন, ‘বৃষ্টি এখনও পড়েনি... তুমি আসবে বলে... কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়েনি... তুমি আসবে বলে...’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement