Salman-Rashmika Chemistry

ছবিশিকারিদের সামনেই রশ্মিকাকে হাত ধরে গাড়ি থেকে হিড়হিড় করে টেনে নামালেন সলমন! কেন?

৩১ বছরের ছোট বলেই কি আধিপত্য বিস্তারের চেষ্টা? না কি ৩১ বছরের ব্যবধানটাই ভুলতে চাইছেন সলমন খান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১০:৪৬
Share:

চর্চায় রশ্মিকা মন্দনা-সলমন খান। ছবি: সংগৃহীত।

মাত্র একটি ছবির নায়ক। তাতে কী? তিনি যে সলমন খান। ছবির প্রচারেও রশ্মিকা মন্দনাকে সে কথাই যেন নিজের আচরণ দিয়ে বারে বারে বুঝিয়ে দিচ্ছেন ‘ভাইজান’। এ বছরের ইদে ‘সিকন্দর’ ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। তারই এক প্রচার অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে নায়িকার হাত ধরে টানাটানি করলেন নায়ক! যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে।

Advertisement

ছবির প্রচারের পর রশ্মিকাকে সঙ্গে নিয়ে সলমন ছবিশিকারিদের সামনে পোজ় দিচ্ছিলেন। সব মিটে গেলে নায়িকা গাড়িতে উঠেছেন। তখনও কিছু ছবিশিকারির বায়না, আরও ছবি চাই তাঁদের। প্রচারে এসে চিত্রগ্রাহকদের না বলা যায়? সলমন চুপচাপ হাত ধরে হিড়হিড় করে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলেন রশ্মিকাকে! পাশে দাঁড় করিয়ে আবারও হাসিমুখে ছবি তুললেন। তার পর ছুটি নায়িকার।

রশ্মিকার উপরে সলমনের আধিপত্যের প্রকাশ যদিও এই প্রথম নয়। ট্রেলারমুক্তির দিনেও ঘটেছে। ট্রেলার দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আড়ালে পড়ে গিয়েছিলেন তাঁর নায়িকা। সঙ্গে সঙ্গে হাত ধরে তাঁকে সামনে এগিয়ে দেন সলমন। এখানে সাংবাদিকদের সপাট বলেন, “আমার আর রশ্মিকার বয়সের ৩১ বছরের ব্যবধান নিয়ে আপনাদের কেন এত সমস্যা? যেখানে রশ্মিকার কোনও আপত্তি নেই। ওঁর বাবারও কোনও আপত্তি নেই!” প্রসঙ্গত, সলমন বয়সে নায়িকার বাবার থেকেও বড়।

Advertisement

এ দিকে ছবিশিকারিদের কল্যাণে হাত ধরে টানাটানির মুহূর্ত ভাইরাল। নায়কের তাতে যদিও হেলদোল নেই। তাঁর প্রত্যেক নায়িকার উপরে বরাবর এ ভাবেই তিনি কর্তৃত্ব ফলিয়েছেন। চিন্তার ভাঁজ পড়েছে রশ্মিকার অনুরাগীদের কপালে। তাঁদের শঙ্কা, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নায়িকার প্রেম টিকবে তো? যতই রবিবার ছবিমুক্তির দুপুরে তিনি দেবেরাকোন্ডার সঙ্গে রেস্তরাঁয় একান্তে খাওয়াদাওয়া সারুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement