প্রিয়ঙ্কা ও বিরসা
হাতে গোনা কয়েকটি ইভেন্ট বাদ দিলে ‘বিবাহ অভিযান’ ছবির প্রচারে সে ভাবে দেখা যায়নি প্রিয়ঙ্কা সরকারকে। ছবির বাকি দুই নায়িকা সোহিনী সরকার এবং নুসরত ফারিয়া কিন্তু চুটিয়ে প্রচার করেছেন। তাঁদের তুলনায় প্রিয়ঙ্কার চরিত্রের দৈর্ঘ্য কম হলেও সেটাই এর একমাত্র কারণ নয়। ছবির পরিচালক বিরসা দাশগুপ্তর উপরে নায়িকা নাকি বেশ বিরক্ত।
প্রিয়ঙ্কা শুরু থেকেই জানতেন, ‘বিবাহ অভিযান’-এ তাঁর চরিত্রটি ছোট। কেরিয়ারের এই পর্যায়ে এসে ছবিটি করতে তিনি রাজি হয়েছিলেন একটি মাত্র কারণেই। ছবিতে তাঁর একটি আইটেম ডান্স করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বদলে পূজা বন্দ্যোপাধ্যায় পারফর্ম করেন। স্বাভাবিক ভাবেই এতে চটেছেন প্রিয়ঙ্কা।
শোনা যাচ্ছে, প্রথমে ঠিক ছিল ‘দুপুর ঠাকুরপো সিজ়ন টু’-এর অভিনেত্রী মোনালিসা একটি আইটেম সং করবেন। সেখানে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রটি পত্নীপ্রেমে বিভোর হয়ে মোনালিসার জায়গায় প্রিয়ঙ্কার চরিত্রকে কল্পনা করবে। এ বিষয়ে প্রিয়ঙ্কার সঙ্গে পরিচালকের বিস্তারিত আলোচনা হয়। চরিত্রটি কেমন হবে, আইটেম ডান্সের পোশাক কী হবে ইত্যাদি। ছবির শুটের জন্য প্রিয়ঙ্কার দিন নেওয়াও ছিল। এ দিকে শুটের একদম শেষ দিনে পায়ে চোট পান নায়িকা। এর মাঝে প্রিয়ঙ্কা পরিচালককে জিজ্ঞেস করেন, কবে ডান্স নাম্বারটি শুট করা হবে? বিরসা নাকি তাঁকে দিনক্ষণ জানাননি। কিন্তু পায়ে আঘাত পাওয়ায় প্রিয়ঙ্কা শুট করার মতো অবস্থায় ছিলেন না।
এ দিকে নির্মাতা সংস্থার সূত্রে জানা যাচ্ছে, আইটমে সংয়ের দিন ঠিকই ছিল। অভিনেত্রী তার আগেই চোট পান। পূজা যে পারফর্ম করবেন, তা নাকি সংবাদমাধ্যম থেকেই জানতে পারেন প্রিয়ঙ্কা।
তবে অভিনেত্রী এ ব্যাপারে বিস্তারে কিছু বলতে চাইলেন না। তাঁর কথায়, ‘‘বিষয়টা তেমন গুরুতর নয়। বিরসাদা আমার খুব পছন্দের পরিচালক। ওর সঙ্গে সমস্যা নেই।’’ শোনা যাচ্ছে, এসভিএফ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। হয়তো সে জন্যই এই মুহূর্তে কোনও বিতর্কে জড়াতে চান না। বিরসাও বিষয়টি উড়িয়ে দিয়ে বললেন, ‘‘প্রিয়ঙ্কাই যে পারফর্ম করবে, সেটা চূড়ান্ত ছিল না। পরে ও পায়ে চোটও পেয়েছিল। কিন্তু এ নিয়ে আমাদের মধ্যে কোনও সমস্যাই হয়নি। প্রিয়ঙ্কার সঙ্গে আগেও কাজ করেছি। আগামী দিনেও করব।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।