Payel Sarkar

এনআরআই পাত্রের সঙ্গে পায়েলের বিয়ে ঠিক? নায়িকার জবাব, ‘এখনও বিয়ের ইচ্ছে পায়নি...!’

‘‘‘আবার অরণ্যের দিনরাত্রি’র ৫০ দিন, ক’জন সেই বিষয়ে আগ্রহী?’’, সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন পায়েলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৪ ১৯:১২
Share:

বিয়ের পিঁড়িতে পায়েল? নিজস্ব চিত্র।

যার বিয়ে তার হুঁশ নেই। বিনোদন পাড়ার ঘুম নেই! দিন কয়েকের জন্য বিদেশ গিয়েছিলেন পায়েল সরকার। সঙ্গে সঙ্গে জোর গুঞ্জন, নায়িকা নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র এনআরআই। বিয়ের কথা পাকা করতেই নাকি তিনি বিদেশ উড়ে গিয়েছেন। এ-ও রটেছে, বিয়ের পরে তিনি নাকি বিদেশেই থিতু হবেন। অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়ে! গুঞ্জন ছড়াতেই নড়ে বসেছে টলিউড। সঠিক খবর জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পায়েলের সঙ্গে। প্রশ্ন শুনেই জবাব তাঁর, ‘‘এখনও বিয়ের ইচ্ছে পায়নি। শুনেছি অনেকে আমায় ‘লিভ ইনেও’ পাঠিয়ে দিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা ‘লিভ-ইন’ আমার কাছে আলাদা নয়। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবটাই সময়ে জানতে পারবেন।’’

Advertisement

ক্ষোভও প্রকাশ করেছেন, ‘‘মহিলাকেন্দ্রিক ছবি ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সাফল্যের সঙ্গে ৫০ দিন ছুঁয়ে ফেলল। ছবিটি মেয়েদের বন্ধুত্বের গল্প বলেছে। আমি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। আপনারা এই নিয়ে কোনও প্রশ্ন করছেন না তো!’’ কী কারণে বিদেশ গিয়েছিলেন তা-ও জানিয়েছেন। নায়িকার কথায়, ‘‘নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’র প্রিমিয়ার হল। ছবিতে আমি মুখ্য ভূমিকায়। ‘সেরা অভিনেত্রী’র সম্মান পেলাম। ওখানে আমার বেশ কিছু আত্মীয়, বন্ধু আছেন। ওঁদের সঙ্গে সময় কাটাব বলে বাড়তি কিছু দিন হাতে নিয়ে গিয়েছিলাম। ব্যস, রটনা শুরু।’’

বারে বারে এ ভাবেই তাঁর বিয়ের গুঞ্জন ছড়ায়। এ ভাবেই তিনি সেই গুঞ্জন নস্যাৎ করেন। পায়েল কি বিয়েই করবেন না?

Advertisement

প্রশ্ন রাখতেই সহাস্য জবাব, ‘‘কেন করব না? অবশ্যই করব।’’ পাশাপাশি এ-ও জানিয়েছেন, তিনি প্রবাসী বাঙালিকে বিয়ে করবেন না। কলকাতার পাত্র তাঁর জন্য উপযুক্ত। এ সব নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না। যেমন আছেন, তেমনই থাকবেন। চুটিয়ে কাজ করবেন। কাজ নিয়ে কথাও হচ্ছে অনেকের সঙ্গে। যেমন, সামনে মুক্তি পাবে ‘নজরবন্দি’। এটিও নারীকেন্দ্রিক ছবি। তাঁর আশা, ‘আবার অরণ্যের দিনরাত্রি’র সাফল্য দেখে বাকি পরিচালক-প্রযোজকেরা এই ধরনের ছবি বানাতে উৎসাহিত হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement