নিরন্তর ও হারানো প্রাপ্তি
লকডাউন শুরু হওয়ার কিছু দিনের মধ্যে হিন্দি সিনেমা কেনার হিড়িক পড়ে যায় ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে। প্রতিকূল পরিস্থিতি দেখে প্রযোজকরাও ছবি বিক্রি করে দিতে শুরু করেন। বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একই ছবি দেখা যেতে পারে কি না, সে প্রশ্ন তখনই উঠেছিল। কার্যক্ষেত্রে দেখা গেল, প্রায় কোনও বাংলা ছবিই অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি রিলিজ় করছে না। টলিউডের প্রযোজকেরা বলছেন, তাঁরা হল খোলার অপেক্ষায় রয়েছেন। তা কি সম্পূর্ণ সত্যি? আসলে বাংলা ছবি কেনার ব্যাপারে ওটিটি প্ল্যাটফর্মগুলি যে আগ্রহ দেখিয়েছে, এমনটাও নয়। হাতেগোনা দু’-একজন পরিচালকের কাছে ছবি বিক্রির প্রস্তাব এসেছিল। কিন্তু দরে না বনায় তা হয়নি।
প্রথম যে বাংলা ছবিটি টেলিভিশন এবং ওটিটি-তে প্রদর্শিত হয়, তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘নিরন্তর’। ছবিটির স্যাটেলাইট রাইটস অনেক দিন আগেই বিক্রি হয়ে গিয়েছিল। এ দিকে হল বন্ধ থাকার কারণে ছবিটি চ্যানেলকে ছেড়ে দেওয়া ছাড়া প্রযোজকের কাছে আর কোনও উপায় ছিল না। একই ঘটনা ঘটেছে রাজা চন্দর ‘হারানো প্রাপ্তি’ ছবিটির ক্ষেত্রে। হল রিলিজ়ের বদলে এটিও টিভি চ্যানেলে দেখানো হবে এ সপ্তাহে। এ ক্ষেত্রে রাজা বলছেন, ‘‘ছবি হলে রিলিজ় করবে না চ্যানেলে দেখানো হবে, সে ব্যাপারে প্রযোজকের সিদ্ধান্তই চূড়ান্ত।’’ এই ছবিটিও অনেক দিন আগেই চ্যানেলকে বিক্রি করে দেওয়া ছিল। অন্য দিকে দীর্ঘদিন ধরে মুক্তি আটকে থাকা পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘খেলেছি আজগুবি’ ছবিটি ‘তিকি-তাকা’ নামে ওটিটি প্রিমিয়ার হবে। উদাহরণ এই ক’টিই।
পরিচালক রাজ চক্রবর্তী ও প্রযোজক অতনু রায়চৌধুরী যেমন জানালেন, তাঁরা ছবি হলে রিলিজ় করতে চান বলেই চ্যানেলে স্বত্ব বিক্রি করেননি। ভেঙ্কটেশ ফিল্মসও অপেক্ষা করছে হল খোলার। তবে তারা নিজস্ব ওটিটির জন্য কনটেন্ট প্রোডিউস করছে। আবার প্রযোজক নীলরতন দত্তর হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে, তাই তিনি ওটিটি রিলিজ়ে আগ্রহী ছিলেন, কিন্তু তেমন ভাল প্রস্তাব না পাওয়ায় বিষয়টি কার্যকর হয়নি। টলিউডের এক নায়ক-প্রযোজক তাঁর পিরিয়ড ছবিটি ওটিটি-তে বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁকেও নিরাশ হতে হয়। আর এক বড় প্রযোজক চেষ্টা করছিলেন, তাঁর ছ’-সাতটি ছবির স্যাটেলাইট রাইট বিক্রি করতে, তবে তা ফলপ্রসূ হয়নি।
বাঙালি নেটফ্লিক্স, অ্যামাজ়নে যতটা মজে, সেই ওটিটি কিন্তু বাংলা ছবি নিয়ে ততটা আগ্রহী নয়। জ়ি ফাইভ, ডিজ়নি প্লাস হটস্টারে বাংলা ছবি থাকলেও, তা চ্যানেলের সঙ্গে চুক্তির অংশ হিসেবে। কোনও বাংলা ছবির সঙ্গে ওটিটি-র এক্সক্লুসিভ ডিলের খবর এখনও শোনা যায়নি।