Sauraseni Maitra

Nikhil-Sauraseni: ফের নায়িকার প্রেমে! নুসরতের প্রাক্তন নিখিল এবং সৌরসেনী লন্ডনে?

রাইমা সেন, ত্রিধা চৌধুরী নাকি সৌরসেনী মৈত্র? কার প্রেমে বন্দি নিখিল জৈন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১১:০১
Share:

আবারও নিখিল জৈন চর্চায়

ঘুরেফিরে সেই রুপোলি পর্দার সঙ্গেই গাঁটছড়া নিখিল জৈনের! তাঁর জীবনে নুসরত জাহান ‘অতীত’। কিন্তু ‘বর্তমান’ নাকি আবার এক নায়িকা, সৌরসেনী মৈত্র! টলিউডের গুঞ্জন, ইদানীং তাঁদের নাকি প্রায়ই এক সঙ্গে দেখা যাচ্ছে। এই মুহূর্তে সৌরসেনী লন্ডনে। শ্যুটে ব্যস্ত তিনি। নায়িকা ইনস্টাগ্রামে নিয়মিত সেখানকার ছবি দিচ্ছেন ৪ মে থেকে। খবর, নিখিলও নাকি সেখানে গুটিগুটি পায়ে পৌঁছে গিয়েছেন।

Advertisement

নিখিলের ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী, কারও হাসি তাঁর নতুন অনুপ্রেরণা। ইনস্টাগ্রাম বলছে, দিন পাঁচেক আগে তাঁকে দেখা গিয়েছে ভাইয়ের বিয়েতে। তার পরেই কি তিনি উড়ে গিয়েছেন লন্ডন? দু’জনেই অধরা। ফলে, প্রশ্নের উত্তর নেই।

নুসরত জাহানের সঙ্গে সাতপাক ঘোরার পরেই নিখিলের টলিউড-যোগ আরও পাকাপোক্ত। সেই যোগ এখনও অটুট। গত শীতে পোশাকের নতুন সম্ভার নিয়ে আসার পার্টিতে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। এবং নুসরত সরে যাওয়ার পর তাঁর বিপণির নতুন মুখ সৌরসেনী। কখনও রাইমা সেন, কখনও ত্রিধা চৌধুরী আবার কখনও সৌরসেনী--- এঁদের সঙ্গে বারেবারে উচ্চারিত হয়েছে বস্ত্র ব্যবসায়ীর নাম। নিখিলও ব্যাখা করেছেন, রাইমা এবং ত্রিধা তাঁর খুব ভাল বন্ধু। বিশেষ করে ত্রিধা তাঁর স্কুলের ‘জুনিয়র’।

Advertisement

তা হলে কি রইল বাকি বড় পর্দার ‘একান্নবর্তী’র ‘শীলা’? টলিপাড়া বলছে, সময়েই নাকি সব ফাঁস হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement