রাজের ‘গোধূলি আলাপ’ কি এ বার হিন্দিতে?
মাত্র ৯৬ পর্বেই বড় চমক রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিক ‘গোধূলি আলাপ’-এর। টেলিপাড়ার খবর, স্টার ভারত চ্যানেলে রাজ চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের হিন্দি রূপান্তর আসছে। নাম ‘উমর কি সীমা’। খবর ছড়াতেই অনুরাগীরা কৌতূহলী। তাঁদের প্রিয় কৌশিক সেন ওরফে ‘অরিন্দম রায়’-এর ভূমিকায় কাকে দেখা যাবে? জানা গিয়েছে, ইকবার খান নাকি এই চরিত্রে অভিনয় করতে চলেছেন। প্রযোজনায় অতুল কেতকার।
আনন্দবাজার অনলাইনের থেকেই এই খবর প্রথম জেনেছেন প্রযোজক-পরিচালক। তাঁর কথায়, ‘‘এখনও এ রকম কোনও খবর আমার কানে আসেনি। ঘটনা সত্যি হলে খুব খুশি হব।’’ হিন্দি রূপান্তরে স্বাভাবিক ভাবেই গল্পের কিছু বদল ঘটানো হচ্ছে। আইনজীবী নয়, ইকবালকে দেখা যাবে দাপুটে ব্যবসায়ী হিসেবে। যিনি সারা ক্ষণ দেবী লক্ষ্মীর আরাধনায় মগ্ন। তাই সময়ে সাতপাক ঘোরা হয়নি। দেরিতে হলেও গাঁটছড়া তাঁরও বাঁধা হবে। যদিও পাত্রী তাঁর থেকে অনেক ছোট। ঘটনাচক্রে এই বিয়েই কি রাজযোটক হবে? সবটাই জানাবে ‘উমর কি সীমা’।
স্টার ভারত চ্যানেলে রাজ চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের হিন্দি রূপান্তর আসছে। নাম ‘উমর কি সীমা’।
বাংলা ধারাবাহিকে কমবয়সী চরিত্রের নাম ‘নোলক’। অভিনয়ে সোমু সরকার। হিন্দিতে কাকে দেখা যাবে? আপাতত সেই নিয়েই চলছে জল্পনা। এখনও ধারাবাহিকের প্রচার ঝলক শ্যুট হয়নি। খবর, আগামী মাসে প্রচার ঝলক দিয়েই শ্যুট শুরু হবে।