Celeb Gossip

ছোট পর্দার শুটিংয়ে ব্যস্ত বনি? শুনে হতবাক অভিনেতা, ‘আমার হাতে পর পর ছবির কাজ!’

রবিবার সকাল থেকে একটি খবরে ছয়লাপ সমাজমাধ্যম। বনি সেনগুপ্ত ছোট পর্দায় অভিনয় করছেন! সত্যিই?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৯
Share:

বনি সেনগুপ্ত। ছবি: ফেসবুক।

ভাইফোঁটার সকাল। সাধারণ মানুষ থেকে খ্যাতনামী— প্রত্যেকে এ দিন উদ্‌যাপনের আমেজে। তার মধ্যেই সমাজমাধ্যমে একটি খবর সাড়া ফেলে দিয়েছে। বনি সেনগুপ্ত ছোট পর্দায় আসছেন! শুধু তা-ই নয়, তিনি নাকি ধারাবাহিকের শুটিং পর্যন্ত শুরু করে দিয়েছেন। তাঁর সহ-অভিনেতা সোমরাজ মাইতি।

Advertisement

বছরশেষেও চ্যানেলে চ্যানেলে বড় চমক। একের পর এক নতুন ধারাবাহিকের লম্বা তালিকা। কোন চ্যানেলের কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

যোগাযোগ করে জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। শুনে আকাশ থেকে পড়েছেন অভিনেতা। নিজে সমাজমাধ্যমে যাচাই করেছেন। তার পর বলেছেন, “না না, আমার এত খারাপ অবস্থা হয়নি যে সোমরাজের সঙ্গে সিরিয়াল করব।” এ-ও জানিয়েছেন, পুরোটাই ভুয়ো খবর। এই ধরনের খবরের যে কোনও সারবত্তা নেই, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর আগামী কাজ সম্পর্কেও জানিয়েছেন।

Advertisement

বনির কথায়, “আমার হাতে একের পর এক ছবি রয়েছে। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বেঁধে ফিরছি। ছবিতে আমার দু’জনেই পুলিশ অফিসার। অন্য একটি ছবিতে সৌরভ দাস আর আমাকে প্রধান দুটো চরিত্রে দেখা যাবে। সেই ছবিতে আমি কলেজের অধ্যাপক। এত ব্যস্ততার মধ্যে কী করে ছোট পর্দার জন্য সময় বার করব?” তাঁর মতে, মেগায় অভিনয় করতে গেলে টানা সময় দিতে হয়। সেটা তিনি এই মুহূর্তে দিতে পারবেন না। হঠাৎ কেন সোমরাজের সঙ্গে তাঁর নাম জুড়ল, সেটাও বুঝতে পারছেন না।

আগামী দিনে ছোট পর্দায় অতিথি চরিত্রেও কি দেখা যেতে পারে তাঁকে? বনির মতে, আপাতত তেমন কোনও সম্ভাবনাই নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement