Kumar Sanu

‘গত চল্লিশ বছরে মাথা নোয়াতে হয়নি, কিন্তু ছেলের জন্য ক্ষমা চাইতে হল’

করোনায় আক্রান্ত হওয়া, পুত্র জানের জন্য ক্ষমা চাওয়া... নিজের জীবনের অনেক দিক নিয়েই সুদূর আমেরিকা থেকে কথা বললেন কুমার শানু।‘স্বজনপোষণ’ বিতর্কে জড়িয়ে পড়লে জান পরিষ্কার জানান যে, তিনি তারকাপুত্র হিসেবে কোনও সুবিধে পাননি।

Advertisement

নবনীতা দত্ত

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০১:৪৭
Share:

কুমার শানু

পুজোর ঠিক শুরুতেই করোনায় আক্রান্ত হন কুমার শানু। এখন কেমন আছেন? ‘‘করোনা সেরে গেলেও নিউমোনিয়ায় ভুগছিলাম। আমার অসুখের সময়ে শান যে ভাবে সাহায্য করেছে, জীবনে ভুলব না। চিকিৎসকদের পরামর্শ তো আমি নিচ্ছিলামই। কিন্তু শান ওঁর পরিচিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমার পাশে থেকেছে। দিনকয়েক আগেই আমেরিকায় এসেছি। আগের চেয়ে অনেকটাই ভাল আছি,’’ শানু বললেন। তবে করোনা কাটিয়ে উঠতে না উঠতেই পুত্র জানকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন গায়ক।

Advertisement

সম্প্রতি জান রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করছেন। সেখানেই ‘স্বজনপোষণ’ বিতর্কে জড়িয়ে পড়লে জান পরিষ্কার জানান যে, তিনি তারকাপুত্র হিসেবে কোনও সুবিধে পাননি। তাঁর মা-ই তাঁকে মানুষ করেছেন। গত ২৭ বছর পিতা-পুত্রের মধ্যে বিশেষ যোগাযোগ ছিল না। শানুও সে কথা মেনে নিয়ে বললেন, ‘‘ওর মা-ই ওকে মানুষ করেছে। আমার তাতে কোনও ভূমিকা ছিল না।’’ কিন্তু ছেলেকে নাকি এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করতে বারণ করেছিলেন তিনি! ‘‘জানের কাছে এই শোয়ের অফার এলে ও আমার মত জানতে চায়। আমি তখনই ওকে বারণ করেছিলাম। পরের সিদ্ধান্ত ওর নিজের। তবে এখন ও ভালই খেলছে।’’

শোয়ে মরাঠি ভাষা প্রসঙ্গে জানের নেতিবাচক মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। জান মরাঠিদের ভাবাবেগে আঘাত করার জন্য, কুমার শানু সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। সে প্রসঙ্গে আক্ষেপও করলেন তিনি, ‘‘গত চল্লিশ বছরে কখনও মাথা নোয়াতে হয়নি আমাকে। কিন্তু জানের জন্য ক্ষমা চাইতে হয়েছে সকলের কাছে। এ সব প্রশ্ন আসতই না, যদি ও সেখানে না যেত। জানের বয়স কম। ওর পক্ষে এ সব সামলে চলা কঠিন। সে জন্যই আমি বারণ করেছিলাম।’’

Advertisement

তবে শানুর মেয়ে শ্যানন অনলাইনে জানের এপিসোড ফলো করেন। শানু বললেন, ‘‘এ বিষয়ে ওর মায়েরও আপত্তি নেই। ভাই-বোন নিজেদের মধ্যে কথা বলে নেবে। ভালই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement