মাঠে ঢুকে পড়া ব্যক্তি জড়িয়ে ধরতে গেলেন বিরাট কোহলিকে। ছবি: পিটিআই।
খেলার মাঝেই মাঠে লোক ঢুকে পড়ল। মেলবোর্নে এমনটাই দেখা গেল শুক্রবার সকালে। শুধু ঢুকে পড়াই নয়, তিনি গিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলেন বিরাট কোহলিকে। যা একেবারেই খুশি করতে পারেনি ভারতীয় ক্রিকেটারকে। অসন্তুষ্ট দেখায় রোহিত শর্মাকেও।
মেলবোর্নে ৯০ হাজার দর্শক ধরে। বৃহস্পতিবার প্রায় পুরো মাঠ ভর্তি ছিল। শুক্রবারও বহু দর্শক খেলা দেখতে এসেছেন। তাঁদের মধ্যেই এক জন নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। সোজা গিয়ে তিনি জড়িয়ে ধরার চেষ্টা করেন বিরাটকে। ভারত অধিনায়ক রোহিত সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টাও করেছিলেন।
শুক্রবার সকালে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান করেছিল তারা। অপরাজিত থাকা স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্স দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন। মাঠে ওই ব্যক্তি ঢুকে পড়ায় কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। নিরাপত্তারক্ষীরা এসে ওই ব্যক্তিকে বার করে নিয়ে যাওয়ার পর আবার খেলা শুরু হয়।
সকাল থেকেই বিরাটের উদ্দেশে বিদ্রুপ করছিলেন অস্ট্রেলিয়ার সমর্থকেরা। তার মাঝে মাঠে লোক ঢুকে পড়ায় আরও অসন্তুষ্ট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মেরেছিলেন বিরাট। তার পর থেকেই অস্ট্রেলিয়ার সমর্থকেরা তাঁকে ব্যঙ্গ করছেন। আইসিসি বিরাটের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নিয়েছে। সেই সঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে।