Arpita Khan

লকডাউনের মধ্যেই ভাগ্নে আহিলের জন্মদিন পালন ‘মামুজান’ সলমনের

ভাগ্নের জন্মদিন, আর ‘মামুজান’ থাকবেন না তা কী করে নয়? বেলুনে সাজানো হল গোটা বাড়ি। এল চকোলেট কেকও। কেক কেটে মামুকে খাইয়ে জন্মদিন পালন করল ছোট্ট আহিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৮:১২
Share:

জন্মদিন পালন করছে ছোট্ট আহিল।

চলছে লকডাউন। কিন্তু এরই মধ্যে একমাত্র ভাগ্নে আহিলের জন্মদিন পালন করলেন সলমন খান। সোমবার অর্পিতা খান এবং আয়ুষ শর্মার সন্তান আহিলের চার বছরের জন্মদিন ছিল। বড়সড় সেলিব্রেশন না হলেও ঘরোয়া ভাবে নিকট আত্মীয়দের নিয়ে হল আহিলের ‘বার্থ ডে সেলিব্রেশন’।

Advertisement

ভাগ্নের জন্মদিন, আর ‘মামুজান’ থাকবেন না তা কী করে নয়? বেলুনে সাজানো হল গোটা বাড়ি। এল চকোলেট কেকও। কেক কেটে মামুকে খাইয়ে জন্মদিন পালন করল ছোট্ট আহিল।

সলমন, আহিলের বাবা-মা ছাড়াও, সলমনের আর এক বোন আলভিরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে মায়ের কোলে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিল আয়ুষ-অর্পিতার তিন মাসের কন্যা সন্তান আয়াত।

Advertisement

দেখুন ছবি

#HappiestBirthday #Ahil #4yrs ❤️ Wish you love laughter and happiness always @arpitakhansharma @aaysharma

A post shared by Atul Agnihotri (@atulreellife) on

ছেলের জন্মদিনে বাবা আয়ুষও কিছুটা আবেগপ্রবণ। ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করে তিনি লেখেন, “চার বছর হল তুই আমাদের জীবনে এসেছিস। তুই আসার পর থেকেই আমাদের জীবনে শুধুই খুশি। হ্যাপি বার্থডে মাই লিটল অ্যাভেঞ্জার। আরও অনেক আদরের অপেক্ষায়।”

আরও পড়ুন- উফ্! আর পারছি না, বাড়িতে বদ্ধ লাগছে

করোনা আক্রমণে গৃহবন্দি মানুষ। এরই মধ্যে আহিলের নিষ্পাপ হাসি এনে দিয়েছে এক্কেবারে ‘ফ্রেশ এয়ার’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement