Iman Chakraborty

‘আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি!’ গানের মঞ্চে ভাষা-বিতর্কে ফের চাঁছাছোলা ইমন

প্রতিবাদের জন্য বাহবা পাচ্ছেন গায়িকা। তবে নিন্দকদেরও অভাব নেই। কেউ কেউ আবার বলছেন, আগামী দিনে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৭
Share:

সমালোচকদের জবাব দিলেন ইমন। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের চর্চায় ইমন চক্রবর্তী। অস্কার মনোনয়নের জন্য নয়। বরং সেই চর্চাকে ছাপিয়ে গিয়েছে তাঁর বাংলা ভাষা নিয়ে করা মন্তব্য।

Advertisement

বৃহস্পতিবার এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন ইমন। গানের মধ্যেই চিৎকার করে এক যুবক বলে উঠলেন, ‘হিন্দি গানা গাইয়ে না, নাচেঙ্গে’। সপ্রতিভ ভাবে জোরালো কণ্ঠে প্রতিবাদ করেছেন ইমন। সেই মুহূ্র্তের ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়। এমন প্রতিবাদের জন্য বাহবা পাচ্ছেন গায়িকা। তবে নিন্দকদেরও অভাব নেই। কেউ কেউ আবার বলছেন, আগামী দিনে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এর প্রেক্ষিতে রবিবার ইমন নিজেই একটি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তিনি লেখেন, “আমি ফেসবুকে ছিলাম না বহু দিন। আমার দল এটি দেখভাল করত। কিন্তু গত কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়।” ইমন আরও লিখেছেন, “অনেকে বলছেন, আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন ‘আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?’ অনেকে বলছেন ‘হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।’ আমি শুধু দু’দিন ধরে সব দেখেই গিয়েছি, এ বার কিছু কথা বলি।”

Advertisement

তাঁর বিরুদ্ধে ওঠা তির্যক মন্তব্যের পাল্টা দিয়েছেন ইমন। তাঁর স্পষ্ট জবাব, “আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই। মঞ্চে উঠে পারফর্ম করি, বা রেকর্ডিং স্টুডিয়োয় গিয়ে গান গাই। সবটা ঘিরেই গান, ওটাই পারি আমি। তাই ওটাই করি। সঙ্গীত আমার কাছে সব, মানে সব। সব ধরনের গান গাওয়ার ইচ্ছে আমার বহু দিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইব। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষ।”

নিজের সম্পর্কে ইমন আরও বলেন, “আমি বাংলা মাধ্যমে পড়াশোনা করা একটি মেয়ে। বাংলা ভাষায় কথা বলতে পারা একটি মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকে। কোথাও কেউ কোনও ভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব। একই ভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তা হলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেই ভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।” ইমনের এই চাঁছাছোলা পোস্টকেও কুর্নিশ জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement