বর্ণ বিদ্বেষের অভিযোগ তুললেন সোনম কপূর। বলিউড এই অভিনেত্রীর বিস্ফোরক দাবি, বিদেশের মাটিতে গায়ের রঙের কারণে বেশ কয়েক বার হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে।
‘‘বিভিন্ন দেশে বেশ কয়েক বার বর্ণবিদ্বেষের শিকার হয়েছি আমি। গায়ের রঙ বাদামি দেখলেই লোকজনের আচরণ বদলে যায়’’— শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এমনিতেই সোনম বেশ স্পষ্টভাষী হিসেবেই বি টাউনে পরিচিত। ফের একবার তাঁর ঠোঁটকাটা চরিত্রের দেখা মিলল। জানালেন, আমাদের সমাজে বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করার প্রবণতা বড়ই বেশি।
আরও পড়ুন- সলমনকে ফেরালেন পরিণীতি?
অসহিষ্ণুতা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও সোনমের মতে, ভারতীয়রা যদি পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে কাজ করতে পারেন, তা হলে অন্যদেরও অধিকার আছে এ দেশে এসে কাজ করার। তবে তাঁর সঙ্গেই তিনি যোগ করেছেন, আজ নয়, ৬০ বছর আগেও ভারতে অসহিষ্ণুতা নেহাত কম ছিল না।