Hrithik Roshan

Hrithik-Samantha: বারবারার পরে সামান্থা, ফের হলিউড নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক?

হলিউড মডেল-অভিনেত্রীর সঙ্গে ভারতীয় নায়কের কয়েকটি ছবি। তাতেই তুমুল শোরগোল অনুরাগীদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৯:৪৯
Share:

সামান্থার সঙ্গে হৃতিক

বারবারা মোরির পরে সামান্থা লকউড? বিদেশি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন বলি তারকা হৃতিক রোশন? ইনস্টাগ্রামের নতুন ছবি সে দিকেই ইঙ্গিত করছে। ছবি দিয়েছেন খোদ ‘হাওয়াই ফাইভ-০’-এর নায়িকা। হলিউড মডেল-অভিনেত্রীর সঙ্গে ভারতীয় নায়কের ছবিগুলি ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে।

Advertisement

তিনটি ছবি দিয়েছেন সামান্থা। একটিতে পার্কে দাঁড়িয়ে দুই তারকা। কোথাও ক্যামেরার সঙ্গে চোখাচোখি, কোথাও বা একে অপরের সঙ্গে কথায় মগ্ন। সামান্থা লিখেছেন, ‘এই অভিনেতার সঙ্গে দেখা করে ভাল লাগল। তিনি জন্মেছেন চলচ্চিত্র পরিবারেই।’

‘হাওয়াই ফাইভ-০’ ছাড়াও ‘টার্ন ব্যাক নাও’, ‘সাই ফাইটার’, ‘মেক্সিকান গোল্ড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সামান্থা। অন্য দিকে নতুন বছরে জানুয়ারি মাসে হৃতিকের ছবি ‘ফাইটার’ মুক্তি পাচ্ছে। বিপরীতে দীপিকা পাড়ুকোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement