দিলজিতের জবাব মহারাষ্ট্র সরকারকে। ছবি: সংগৃহীত।
সারা ভারতে ঘুরে ঘুরে অনুষ্ঠান করছেন দিলজিৎ দোসাঞ্জ। এ বার তাঁর ভারত ট্যুরের প্রায় শেষ লগ্নে তিনি। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ছিল মুম্বইয়ে দিলজিতের অনুষ্ঠান। শুরুর ঘণ্টা কয়েক আগে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে আইনি নোটিস জারি করা হয়। এই মর্মে, মঞ্চে মাদক, মদ সংক্রান্ত কোনও গান গাইতে পারবেন না দিলজিৎ। এমনকি মঞ্চে কোনও শিশুকে ডাকতে পারবেন না। উল্লেখ্য, অতীতে বেশ কয়েকটি অনুষ্ঠানের মঞ্চে শিশুদের আহ্বান জানিয়েছেন গায়ক। গুজরাত, তেলঙ্গানার পর এ বার মুম্বইয়ে আইনি নোটিসের পর যেন হুঙ্কার দিলেন দলজিৎ। তা-ও আবার একেবারে পুষ্পার ভঙ্গিমায়। সরাসরি বললেন, ‘‘আজকে তো ঝুঁকব না।’’
পঞ্জাবি রকস্টার দিলজিতের গানের ভক্ত ছড়িয়ে রয়েছেন সারা বিশ্ব জুড়ে। সে গান খানিক উচ্চকিত বটে। গানের কথায় অনেক সময়ই আবেগের আতিশয্য ধরা পড়ে। বিশেষত দু’টি গান নিয়েই বিতর্ক— ‘পাঁচ তারা’ আর ‘লেমোনেড’। এই দু’টি গানের কথায় মদ এবং মদের ঠেকের উল্লেখ রয়েছে। গত কয়েক মাসে দিলজিৎ ভারতের বিভিন্ন শহরে গানের অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। কিন্তু তেলঙ্গানা আর গুজরাতে তাঁকে বিতর্কের মুখে পড়তে হয়েছে। ওই দু’টি গানের কথা বদলে গাইতে হয়েছে।
যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছেন দিলজিৎ নিজেও। মঞ্চে উঠেই জানিয়েছেন, দীর্ঘ দিন তিনি নিজে মদ্যপান করেন না। এমনকি গানের মাধ্যমে তিনি মদ্যপান-বিরোধী প্রচার চালাতেও প্রস্তুত। কিন্তু, তার আগে প্রশাসনকে উদ্যোগী হয়ে সমস্ত মদের দোকান বন্ধ করে দিতে হবে। তবে মুম্বইয়ের অনুষ্ঠানে এ সব কোনও কথা বললেন না দিলজিৎ। বরং বললেন, ‘‘লোকে যত তোমার দিকে বিষ ছুড়ে দেবে, সেটা কিন্তু নিজের মনে রাখতে নেই। লোকে তো থামাতে চেষ্টা করবেই, তবে থেমে থাকলে চলবে না। আর আজ তো আপনাদের দ্বিগুণ মজা দিয়ে তার পর যাব।’’ অনুষ্ঠান শেষে নিজের ভিডিয়ো পোস্ট করে দিলজিৎ লেখেন, ‘‘তোমাদের উপদেশের ঊর্ধ্বে যাব আমি।’’