Hrithik Roshan

হঠাৎ নিজেকে ‘পুরুষ’ ভাবছেন সুজান খান! আতঙ্কিত নেটাগরিকরা, কী বললেন হৃতিক?

কেউ কেউ রীতিমতো আতঙ্কিত, ‘মন থেকে বলছি, দয়া করে থামুন! এ সব বলবেন না। এ রকম কিছু করবেনও না।’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ২০:২০
Share:

হৃতিক রোশন ও সুজান খান

খেলা জমে গিয়েছে! সমকামিতা নিয়ে করিনা কপূর খান মুখ খোলার পরেই এ বার সেই পথে সুজান খানও! তিনিও কি করিনার মতোই সমকামী সঙ্গী খুঁজছেন? নাকি রূপান্তরিত হতে চাইছেন পুরুষে? বৃহস্পতিবার নেটমাধ্যমে শেয়ার হওয়া তাঁর ২টো ছবি আর ক্যাপশনে সে দিকেই প্রশ্ন তুলেছে। হৃতিক রোশন পর্যন্ত সেই ক্যাপশন পড়ে মন্তব্য করেছেন! যদিও সুজানের কীর্তি দেখে নেটাগরিকেরা দ্বিধাবিভক্ত।

কী বলছেন তাঁরা? আগে জেনে নিন, কী এমন আছে সুজানের ছবিতে। শেয়ার হওয়া ইনস্টাগ্রাম বলছে, ছোট করে চুল কেটেছেন তিনি। পরনে ছেঁড়া কালো জিন্স, কালো টপ। বাড়তি সজ্জা সাদা শার্ট। পায়ে স্নিকার। সব মিলিয়ে সুজানকে যেন ‘টম বয়’ লাগছে! সম্ভবত তাই-ই নিজেকে নিয়ে রসিকতা করেছেন সুজান, ‘মাঝে মাঝে নিজেকে পুরুষ মনে হয়!’ সুজানের এই ছবি দেখে মুগ্ধ প্রাক্তন স্বামী হৃতিক। ছোট্ট করে প্রশংসাও করেছেন, ‘সুন্দর ছবি।’

Advertisement

এই পর্যন্ত ঠিকই ছিল। গোল পাকিয়েছেন নেটাগরিকেরা! এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটি পছন্দ করেছেন ২৫ হাজার জন। তাঁদেরই কেউ কেউ রীতিমতো আতঙ্কিত, ‘মন থেকে বলছি, দয়া করে থামুন! এ সব বলবেন না। এ রকম কিছু করবেনও না।’ অনেকেই সমর্থন জানিয়ে তাঁকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কেন নয়? আপনার নেওয়া সিদ্ধান্ত, আপনার পদক্ষেপ বলে, পুরুষের থেকে আপনি কোনও বিষয়ে কম নন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement