Hrithik Roshan

দু’জনের মধ্যে এক জন এখন বলিউডের প্রথম সারির অভিনেতা, চিনতে পারছেন কে?

মাঝে আর এক দিন। তার পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হৃতিক এবং দীপিকা অভিনীত ছবি ‘ফাইটার’। তবে তার আগেই হঠাৎই আবেগতাড়িত নায়ক। ডুব দিলেন স্মৃতিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২০:৩০
Share:

ছবিতে হৃতিকের পাশে কে? ছবি: সংগৃহীত।

২৫ জানুয়ারি, বৃহস্পতিবার মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন অভিনীত ছবি ‘ফাইটার’। বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাওয়ার আগেই দু’দিন আগে স্মৃতির অতলে ডুব দিলেন নায়ক। নিজের ছোটবেলার ছবি পোস্ট করে আবেগতাড়িত ‘ফাইটার’।

Advertisement

তবে ছবিতে অবশ‍্য একা নেই হৃতিক। গোল গোল চোখের একরত্তি হৃতিক পরম নিশ্চিন্তে মাথা হেলিয়ে রেখেছেন ঝাঁকড়া চুলের এক শিশুকন‍্যার কাঁধে। সেই মেয়ের চোখেমুখেও ভরপুর দুষ্টুমির ছাপ। ছবিতে স্পষ্ট দিদি-ভাইয়ের খুনসুটির ছাপ। দিদি সুনয়না রোশনের ৫২তম জন্মদিনে হৃতিক এই ছবি পোস্ট করেন।

সুনয়নার একটি প্রযোজনা সংস্থা আছে। দিদির জন্মদিনে নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অভিনেতা। দিদির প্রতি ভালবাসা উজাড় করে দিয়ে হৃতিক লিখলেন, ‘‘এ বছরের জন্মদিনে আমার তরফ থেকে উপহার হল আমাদের সম্পর্কের বন্ধন। শুধু তুমি আর আমি, আমাদের দিদি এবং ভাইয়ের সম্পর্ক অমলিন হোক। আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে মিস্ করি। শুভ জন্মদিন।’’

Advertisement

‘ফাইটার’ ছবির হাত ধরে প্রথম বার পর্দায় জুটি বাঁধছেন হৃতিক-দীপিকা। মাঝে আর এক দিন। তার পরেই মুক্তি পাবে সিনেমা। ছবির কলাকুশলী থেকে দর্শক, সকলের মধ‍্যেই উত্তেজনা তুঙ্গে। ছবির প্রথম ঝলক প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এ বার বক্স অফিসে কেমন ব‍্যবসা করে এই ছবি, সে দিকেই তাকিয়ে সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement