Hrithik Roshan

Bollywood: হৃতিক রোশনের জন্য প্রাণ হারাতে বসেছিলেন ফারহান এবং অভয়

আজ থেকে প্রায় ১ দশক আগের ঘটনা । জোয়া আখতারের ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির শ্যুটিংয়ের জন্য তিন অভিনেতাই তখন বিদেশে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ২৩:১৫
Share:

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির একটি দৃশ্য।

হৃতিক রোশনের জন্য পরলোকে যেতে বসেছিলেন ফারহান খান এবং অভয় দেওল।

আজ থেকে প্রায় ১ দশক আগের ঘটনা । জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির শ্যুটিংয়ের জন্য তিন অভিনেতাই তখন বিদেশে। হৃতিকের গাড়ি চালানোর একটি দৃশ্য ছিল সেখানে। গাড়িটিকে রাস্তার এক ধারে দাঁড় করিয়ে নেমে যান অভিনেতা। কিন্তু তখন গাড়িতে ছিলেন ফারহান এবং অভয়। হৃতিক নেমে গেলেও গাড়িটির ইঞ্জিন বন্ধ করতে ভুলে যান। ফলে সেটি একটু একটু করে এগিয়ে যেতে থাকে খাদের দিকে। অবস্থা বুঝে তখনই গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যান ফারহান। কিন্তু অভয় সেই মুহূর্তে ভেবেছিলেন, সেই দিনটাই তাঁর জীবনের শেষ দিন। তবে শেষমেশ গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনিও।

জোয়ার প্রযোজনার সংস্থার ইনস্টাগ্রামের পাতায় দেওয়া একটি ভিডিয়োতে অতীতের এমন আরও অনেক গল্প প্রকাশ্যে এনেছেন অভয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement