Sonu Nigam

‘ভজন গাওয়ার সময়ে ধর্ম পরিবর্তন করে ফেলতেন’, মহম্মদ রফিকে নিয়ে এ কী বললেন সোনু নিগম?

প্রেমের গান হোক বা বিরহ, প্রতিটি অনুভূতি ফুটিয়ে তুলতে পারতেন মহম্মদ রফি, মনে করেন সোনু। এমনকি তিনি ভজন গাইলেও মনে হত কোনও হিন্দু গায়ক গাইছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০
Share:

মহম্মদ রফির প্রশংসায় সোনু নিগম। ছবি: সংগৃহীত।

মহম্মদ রফির গানে মুগ্ধ সোনু নিগম। কেরিয়ারের শুরুর থেকেই রফির গান প্রভাব ফেলেছিল সোনুর উপরে। নিজেই একাধিক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী। সম্প্রতি এক অনুষ্ঠানে মহম্মদ রফি সম্পর্কে নিজের মুগ্ধতা উজাড় করে দিলেন সোনু নিগম।

Advertisement

প্রেমের গান হোক বা বিরহ, প্রতিটি অনুভূতি ফুটিয়ে তুলতে পারতেন রফি, মনে করেন সোনু। এমনকি তিনি ভজন গাইলেও মনে হত কোনও হিন্দু গায়ক গাইছেন। সোনু বলেছেন, “তাঁর কণ্ঠে ভজন শুনে মনে হয়, নিশ্চয়ই কোনও ভক্ত গায়কই গাইছেন। কিন্তু আদতে তিনি মুসলিম। নিয়মিত নমাজ পড়া মানুষ। কিন্তু গায়কিতেই ওঁর যেন ধর্ম পরিবর্তন হয়ে যেত।”

সোনু আরও বলেন, “এটা সত্যিই খুব সহজ বিষয় নয়। সকলে কিন্তু এটা করতে পারে না। আমি এমন অনেক গায়ককে চিনি যাঁরা অসাধারণ সুফি গান গাইতে পারেন। কিন্তু তাঁরা ভজন গাইতে পারেন না। কিন্তু তিনি (মহম্মদ রফি) রমজানেও গাইতে পারেন। আবার রাখিবন্ধনেও গাইতে পারেন। সুখের গানও তাঁর কণ্ঠে অসাধারণ আবার দুঃখের গানেও অনুভূতি ফুটিয়ে তুলতে পারেন। এমন কোনও ধরনের গান নেই যা তিনি গাননি।”

Advertisement

সোনু আরও বলেন, “এই কালজয়ী শিল্পী ‘হম কালে হ্যায় তো কেয়া হুয়া’ গাইতে পারেন। আবার তিনিই ‘সর জো তেরা টকরায়ে’-এর মতো গান গাইতে পারেন। দিলীপ কুমার, জনি ওয়াকার, মেহমুদ, ঋষি কপূরের মতো নায়কের কণ্ঠে তাঁর গান অসাধারণ লাগত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement