Pratik Sen

Pratik Sen: মোহর-শঙ্খ কি বাস্তবেও এক ছাদের নীচে থাকবে? দর্শকেরাই ঠিক করুন: প্রতীক সেন

আড়াই বছরের বেশি পথ চলা। একটা সময়ে রেটিং চার্টে দাপিয়ে দাদাগিরি। পর্দায় মোহর-শঙ্খের বিয়ের খবর ছড়াতেই নাকি অনুরাগীরা ডিজিটাল কার্ড তৈরি করে ফেলেছিলেন! বাস্তবে কি সত্যিই কোনও দিন সাতপাকে বাঁধা পড়বেন প্রতীক-সোনামণি (মোহর)? শুনেই হেসে ফেলেছেন অভিনেতা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১২:৫০
Share:

বাস্তবে বিয়ে করবেন 'শঙ্খ' আর 'মোহর'?

আড়াই বছরের বেশি পথ চলা। একটা সময়ে রেটিং চার্টে দাপিয়ে দাদাগিরি। ‘স্লট লিডার’, ‘বাংলা সেরা’ ধারাবাহিকের তকমা। গত সপ্তাহে মোহর-শঙ্খের গল্প শেষ। খবর, অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণই নাকি ধারাবাহিক ‘মোহর’-এর শেষ হয়ে যাওয়ার অন্যতম কারণ। এ কথা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন ছোট পর্দার ‘শঙ্খদীপ রায়চৌধুরী’ ওরফে প্রতীক সেন।

শেষ দিনের শ্যুটে আবারও কি ফিরে গিয়েছিলেন আড়াই বছর আগে প্রথম শুরু হওয়া দিনটিতে? খানিক বিষণ্ণ গলায় প্রতীকের দাবি, ‘‘দিনগুলো বড্ড ফাঁকা লাগছে। ‘মোহর’ এতটাই জুড়ে ছিল। শুধু কলকাতা নয়, শহরের বাইরেও যেখানে বাঙালি আছেন, সবাই ‘মোহর’ দেখেছেন। শঙ্খ-মোহরকে ভালবেসেছেন। আদি স্যার-অদিতি ম্যামকে জনপ্রিয় করেছেন। সে কী উন্মাদনা আমাদের নিয়ে! সে সব ফুরিয়ে গেল।’’

প্রতীকের মনে পড়ছে অভিনেতা সন্তু মুখোপাধ্যায়কেও। ধারাবাহিকের শ্যুরুতে তাঁর জ্যেঠুর চরিত্রে ছিলেন বর্ষীয়ান অভিনেতা। পর্দার শঙ্খের দাবি, ‘‘মাত্র তিন মাস অভিনয়ের পরেই আমাদের ছেড়ে চলে যান সন্তু মুখোপাধ্যায়। অসাধারণ অভিনয় করতেন। ওঁর জায়গায় আসেন দুলাল লাহিড়ি। একটি ধারাবাহিকে আমরা দু’জন অভিনেতাকে হারালাম। মিঠুদার ফাঁক ভরাট করার মতো নয়। তাই কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়ের অনুরোধ ছিল, এ বার শেষ হোক ধারাবাহিক। জোর করে চালানোর মানে নেই।’’

Advertisement

বাস্তবে পর্দার ‘শঙ্খ’র চারপাশে মোহর, আদি স্যার, অদিতি ম্যাম, জ্যেঠুমণি কেউ নেই। সময় কাটছে তাঁর?

প্রতীকের দাবি, ‘‘পর্দার শঙ্খের মতোই বাস্তবে প্রতীকও সবার মধ্যে একা থাকতে পছন্দ করে। নিজের মতো করে সময় কাটায়। গল্প, কবিতা লেখে। ভাল ছবি দেখে। গান শোনে। একেবারে চুপচাপ বসে থাকে না কখনও।’’ পাশাপাশি, নানা মাধ্যমে একাধিক কাজের ডাকও পাচ্ছেন। অভিনেতার কথায়, যে চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারবেন, তাতেই আবার ফিরবেন তিনি। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছে তাঁকে। এ বার কি ওজন ঝরানোর পালা? ছোট পর্দার ‘খোকাবাবু’র মতে, আগামী চরিত্র বুঝে বিষয়টি নিয়ে ভাববেন।

পর্দায় মোহর-শঙ্খের বিয়ের খবর ছড়াতেই অনুরাগীরা ডিজিটাল কার্ড তৈরি করে ফেলেছিলেন! বাস্তবে কোনও দিন সাতপাকে বাঁধা পড়বেন প্রতীক-সোনামণি (মোহর)? শুনেই হেসে ফেলেছেন অভিনেতা। বলেছেন, ‘‘আমাদের জুটিকে জনপ্রিয় করেছেন দর্শক। তাই সুযোগ পেলে আগামী দিনে আবারও পর্দায় জুটি বাঁধতে রাজি আছি।’’ তার পরেই একটু থমকে, ‘‘আমাদের নিয়ে পর্দার বাইরে অনেক গুঞ্জন ছড়িয়েছিল সে সময়ে। সেগুলো নিয়ে আর কিছু বলতে চাই না। বরং দর্শকদের উপরেই আবারও নির্ভর করছি। ওঁরাই বরং ঠিক করুন, বাস্তবেও কি মোহর-শঙ্খ এক ছাদের নীচে থাকবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement