IPL 2025

ইডেনের মতোই বাড়ছে চেন্নাইয়ের পিচ বিতর্ক, ধোনিদের কোচের মন্তব্য উড়িয়ে দিলেন পুজারা

শুক্রবার বেঙ্গালুরুর কাছে ঘরের মাঠে ১৭ বছর পর হেরে গিয়ে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, তাঁরা ঘরের মাঠের সুবিধা পাচ্ছেন না। সেই মন্তব্যে অবাক চেতেশ্বর পুজারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২০:২৩
Share:
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

শুক্রবার বেঙ্গালুরুর কাছে ঘরের মাঠে ১৭ বছর পর হেরে গিয়ে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, তাঁরা ঘরের মাঠের সুবিধা পাচ্ছেন না। সেই মন্তব্যে অবাক চেতেশ্বর পুজারা। তিনি জানিয়েছেন, চেন্নাই এমন একটা দল যারা বরাবর নিজেদের শক্তি অনুযায়ী পিচ তৈরি করে।

Advertisement

এক ওয়েবসাইটে পুজারা জানিয়েছেন, দীপক হুডা, শিবম দুবে, স্যাম কারেন এবং সর্বোপরি মহেন্দ্র সিংহ ধোনিকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। পুজারা বলেছেন, “চেন্নাইয়ের হয়ে খেললে অভিযোগ করার কোনও জায়গা নেই। ওরা এমন একটা দল যারা সব সময় নিজেদের সুবিধামতো পিচ তৈরি করে। যদি ফ্লেমিং বলে যে ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না, তা হলে সেটা অবাক করার মতোই।”

পুজারার মতে, চেন্নাইয়ের পাশাপাশি মুম্বই, কলকাতাও নিজেদের পছন্দ অনুযায়ী পিচ তৈরি করে। তাঁর কথায়, “মুম্বই, চেন্নাই, কলকাতার পিচ নিয়ে অভিযোগ না করাই উচিত। অন্য কোনও দল হলে বুঝতাম। কিন্তু এই তিনটে দল যে পিচ চায় সেটাই পায়। এই কারণে ওরা ঘরের মাঠে এত শক্তিশালী।”

Advertisement

যদিও ইডেনের পিচ নিয়ে কেকেআর খুশি নয় বলেই জানা গিয়েছে। আরসিবি-র কাছে হারের পরে ঘূর্ণি উইকেটের দাবি করেছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে এটাও জানিয়েছিলেন, পিচ দু’দিন ঢাকা থাকার কারণে কিছু বলার জায়গায় তাঁরা নেই। আগামী ম্যাচগুলিতে ঘূর্ণি উইকেট হবে বলেই জানা গিয়েছে।

চেন্নাইয়ের মিডল অর্ডার নিয়েও খুশি নন পুজারা। বলেছেন, “ওদের দ্রুত রান করা শুরু করতে হবে। ওরা মিডল অর্ডারের উপর অনেকটা নির্ভর করে। টপ অর্ডার আসল শক্তি মানছি। তবে কোনও এক দিন তারা খেলতে না পারলে মিডল অর্ডারকে দায়িত্ব নিতেই হবে। মনে হয় না এখনও ওরা সেটার জন্য তৈরি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement