অষ্টমীর সকালে ‘দাদা’ প্রথা মেনে পাঞ্জাবি আর চোস্তে অঞ্জলি দিয়েছেন।
এ বছরের পুজো তাঁর কাছে আরও স্পেশ্যাল। এ বছর বিসিসিআই সভাপতি পদের বর্ষপূর্তি। সব মিলিয়ে তাই খোশমেজাজে ‘মহারাজ’। দুবাই থেকে কলকাতায় ফিরে এসেছেন। পুজোয় কী করে পড়ে থাকেন প্রবাসে ?পঞ্চমীতেই সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতায়। মায়ের টানে, বাংলার পুজোর আকর্ষণে। পুজোয় তাঁকে দেখা গিয়েছে রীতিমতো ঔজ্জ্বল্যে। গাঢ় নীল ডেনিম, মাস্ক পরে ‘দাদা’ মণ্ডপে। সামাজিক দূরত্ব মানতেও ভোলেননি। সপ্তমীর দিনে তিনি সন্ধ্যারতি দেখেছেন বাড়ির পুজোয়, ভক্তদের জন্য তা শেয়ারও করেেছেন ইনস্টাগ্রামে।
পুজোয় তাঁকে দেখা গিয়েছে রীতিমতো ঔজ্জ্বল্যে।
সঙ্গে মজার ক্যাপশন, ‘এখানে কোভিড দাঁত বসাতে পারবে না!’
অষ্টমীর সকালে ‘দাদা’ প্রথা মেনে পাঞ্জাবি আর চোস্তে অঞ্জলি দিয়েছেন। বাদ পড়েনি ঢাক বাজানোও। এ ভাবেই নিজে সতর্কতা মেনে আনন্দে মেতেছেন দাদা। সৌরভে আবেগময় অষ্টমীর শারদীয়া।