কৌশিকী চক্রবর্তী।
‘হো নিগাহ্ এ করম’। ইশ্বর, প্রেমেরই নামান্তর মাত্র। প্রেমিক বা প্রেমিকার দেখা পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলে এই পংক্তিটি। অপেক্ষা থাকে ‘তার’ দেখা পাওয়ার। কৌশিকী চক্রবর্তীর সুরে ও গলায় সেই আকাঙ্ক্ষা যেন আরও মধুর। শুক্রবার তাঁর ইউটিউব চ্যানেলে নতুন গজল মুক্তি পেল। গীতিকার নিরজ শাহর কথায় ‘হো নিগাহ্-এ-করম’ গজলের সুর দিয়েছেন কৌশিকী নিজেই। তাঁর গাওয়া দ্বিতীয় গজল এটি। কৌশিকীর কথায়, ‘‘নতুন প্রজন্মের উজ্জ্বল তারকাদের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল আমার। আপনাদের ভালবাসা যেন পাই, সেই আশাই করছি।’’
বাদ্যযন্ত্রের দায়িত্ব থেকে শুরু করে গানটির মিক্সিং, সব ক্ষেত্রে যুব সঙ্গীতকাররা কৌশিকীর সঙ্গে পায়ে পা মিলিয়ে চলেছেন। গজলের আমেজে আরও প্রাণ এনে দিয়েছেন তাঁরা। সেতারে ছিলেন কল্যাণজিৎ দাস। গিটার বাজিয়েছেন ঋকরাজ নাথ। পারকাশনের দায়িত্বে ছিলেন শিখর নাদ কুরেশি। সাউন্ড মিক্সিং করেছেন অনঞ্জন চক্রবর্তী। ভিডিয়োটির সহ প্রযোজক ও বেস প্রোগ্রামার সম্রাট চক্রবর্তী। ‘সফাহ্-এ-দিল’ প্রোডাকশন সংস্থার তরফে সঙ্গীতপ্রেমীদের বছর-শেষের উপহার কৌশিকী চক্রবর্তীর ‘হো নিগাহ্-এ-করম’।
আরও পড়ুন: তোমাকে ভালবেসে আমার এ চিরকুট, কোন ভালবাসার কথা বললেন প্রিয়ঙ্কা?
আরও পড়ুন: কনের সাজে তৃণা, নিজেই ছুটলেন বর দেখতে!