kangana ranaut

Kangana Ranaut: ‘পাড়ার দাদা নগ্ন করিয়ে শরীর দেখত!’ কঙ্গনা মুখ খুললেন ‘খারাপ স্পর্শ' নিয়ে

বোধ হওয়ার আগেই যৌন লালসার শিকার হয় অনেক শিশু। যেমনটা হয়েছিলেন কঙ্গনাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৪:০৪
Share:

ছোটবেলার কিছু স্মৃতি ভয়াবহ

ছোটবেলার কিছু স্মৃতি ভয়াবহ। অভিভাবকরা যতই আগলে রাখুন, এ সমাজে খারাপ স্পর্শ এবং যৌন হেনস্থা পেরিয়ে শিশুদের বড় হতে হয়। লোলুপ হাত ছুঁয়ে যায় কচি প্রত্যঙ্গ। বোধ হওয়ার আগেই বড়দের যৌন লালসার শিকার হয় অনেক শিশু। যেমনটা হয়েছিলেন 'লক আপ'-এর সঞ্চালিকা তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানউতও। সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি।

'কুইন'-এর নায়িকা জানান, তিনি তখন এক্কেবারে ছোট। পাড়ারই একটি ছেলে কত ছুতোয় তাঁকে খারাপ ভাবে স্পর্শ করেছে, বুঝতেও পারেননি। এ দিকে ছেলেটি তখন বয়ঃসন্ধির দোরগোড়ায়। নিজের যৌনতার ধারাপাত নিয়ে মশগুল। ছোট্ট কঙ্গনার শরীর ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে পাঠ নিতে চাইত নিভৃতে।

Advertisement

কঙ্গনা অকপটে জানান, তাঁকে সেই ছেলেটি ডেকে নিয়ে যেত নিজের ঘরে। তার পর জামা খুলিয়ে নগ্ন শরীর দেখত। সে সবের মর্ম তখন বুঝতে পারেননি অভিনেত্রী। তাঁর বয়সী আরও অনেক ছোট্ট মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তবে সে সব শিশুমনে দাগ কাটে। বড় হয়ে যাওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয়, বোঝা যায়, ঠিক কী হয়ে গিয়েছে।

কঙ্গনা প্রশ্ন ছুড়ে দেন, " উল্টে সেই সব শিশুদের অপরাধবোধে ভুগতে হয় কেন? শিশুদের এমন সংকটে কেন ফেলে এই সমাজ?"

Advertisement

'লক আপ'-এর মতো রিয়্যালিটি শো ইতিমধ্যেই সাড়া ফেলেছে। যেখানে নিজের উপস্থিতির মেয়াদ বাড়ানোর একমাত্র উপায় হল গোপন কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া। সে জন্য লড়ে চলেছেন কয়েদিরা। কঙ্গনার মজার জেলখানা ছেড়ে কেউই বেরিয়ে যেতে চান না। অভিনেত্রী নিজেও অকপটে মনের কথা বলে বাকিদের উৎসাহ দেন।

রজনীশ রাজি ঘাই পরিচালিত 'ধাকদ' ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে কঙ্গনাকে। একজন দুঁদে চরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। শত্রু মোকাবিলায় কঙ্গনার চূড়ান্ত পারফরমেন্স নজরে আসবে। ছবিটি মুক্তি পেতে চলেছে ২০ মে। তাছাড়াও সামনে 'তেজস', 'ইমারজেন্সি'র মতো আরও এক গুচ্ছ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement