Kareena Kapoor Khan

Kareena Kapoor: কখনও খাওসে, কখনও আলুভাজা, বাংলায় এসে কি ভোজনরসিক বাঙালি বনে গেলেন করিনা?

তিনি এখন বাংলায়। দার্জিলিংয়ে ওয়েব সিরিজের শ্যুটিংয়ের ফাঁকে জমিয়ে ভূরিভোজে মেতে করিনা কপূর। ডায়েট ভুলে কি ভোজনরসিক বাঙালি হয়ে উঠলেন নায়িকা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১২:১৩
Share:

ডায়েট ভুলে জমিয়ে খাচ্ছেন করিনা!

ধোঁয়া ওঠা এক প্লেট মুচমুচে আলুভাজা। চাট মশলা আর লঙ্কা গুঁড়ো ছড়ানো! কনকনে শীতে পাহাড়ি আড্ডা জমাতে আর কী-ই বা চাই! আর কিছু লাগেওনি। দিব্যি জমে গিয়েছে ঠেক। করিনা কপূর এবং বিজয় বর্মার!

Advertisement

নিজের প্রথম ওয়েব সিরিজ, সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং। তা-ও আবার দার্জিলিং-এ। ভীষণ খুশি কপূর-কন্যে। ইউনিটের সবার সঙ্গে মজায় মাতছেন। দেদার খাচ্ছেন। একে বাঙালি পরিচালকের সঙ্গে কাজ। তাতে বাংলায় এসে শ্যুট। সেই ছুতোয় ভোজনরসিক বাঙালির পেটপুজোর নেশাকেই যেন আপন করে ফেলেছেন সইফ আলি খানের ঘরনি!

এই খাওসে, তো এই ফ্রেঞ্চ ফ্রাই। কখনও প্যাক আপের পর সদলবলে নৈশভোজ তো কখনও শটের ফাঁকে গল্পগুজব— ডায়েট-টায়েট শিকেয় তুলে স্রেফ হইহই করে খাওয়াদাওয়া। নায়িকারা বুঝি এ সবও করেন? সাক্ষী রইল ইনস্টাগ্রাম।

Advertisement

তবে শুধু কি আর খাওয়া? ছোট পুত্র জে-কে নিয়ে দার্জিলিং-য়ে পা রেখেছিলেন। সদ্য যোগ দেন স্বামী সইফ এবং বড় ছেলে তৈমুরও। ব্যস! শ্যুটিং সামলেই পাহাড়ি ছুটির মজা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement