Harman Baweja

কলকাতায় বিয়ে করছেন প্রিয়ঙ্কা চোপড়ার প্রাক্তন প্রেমিক

হাতে বাকি নেই দু’মাসও। জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদমন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৮:০০
Share:

হরমন বাওয়েজা।

বাগদান সেরে রেখেছিলেন গত বছরেই। এ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা হরমন বাওয়েজা।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২১ মার্চ কলকাতায় বাগদত্তা সাশা রামচন্দনির সঙ্গে বিয়ে করতে চলেছেন হরমন। অভিনেতার হবু-স্ত্রী পেশায় একজন ‘ওয়েলনেস এক্সপার্ট’। গত ডিসেম্বরে চণ্ডীগড়ে ‘রোকা’ হয়েছিল সাশা-হরমনের। সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন হরমনের বোন রোয়েনা এবং জাহির খানের স্ত্রী সাগরিকা ঘাটগে।

Advertisement

হাতে বাকি নেই দু’মাসও। জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। ইতিমধ্যেই হরমনের বাবা হ্যারি বাওয়েজা অতিথিদের নিমন্ত্রণ জানানো শুরু করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড তারকারাও। তবে ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজনকেই সেখানে দেখা যাবে বলে দাবি করছে হরমনের ঘনিষ্ঠমহল। মূলত কাছের আত্মীয় পরিজন এবং বন্ধুদের নিয়েই সম্পন্ন হবে অনুষ্ঠান। ৫০-৭০ জন অতিথির একটি তালিকাও তৈরি করে ফেলেছে বাওয়েজা পরিবার। মুম্বইতে ফিরে বলিউডের জন্য আলাদা করে কোনও রিসেপশন পার্টির পরিকল্পনাও এই মুহূর্তে নেই তাঁদের।

আরও পড়ুন: আইনি মোড় নিল টুইট-যুদ্ধ, অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর তথাগতর

Advertisement

হরমনের বাবা হ্যারি বাওয়েজা পেশায় পরিচালক এবং মা পাম্মি বাওয়েজা প্রযোজক। ২০০৮ সালে বাবার পরিচালনায় ‘লাভ স্টোরি ২০৫০’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন হরমন। ছবির নায়িকা প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে পরবর্তীকালে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এর পর বিপাশা বসুর সঙ্গেও নাম জুড়ে যায় হরমনের। কিন্তু ব্যর্থ নায়কের সঙ্গে বেশি দিন সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি বিপাশাও। অবশেষে সব ব্যর্থতা পিছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন হরমন।

আরও পড়ুন:কোভিডে আক্রান্ত সৌমিত্র-কন্যা পৌলমী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement