Entertainment News

বুড়িবালামের যুদ্ধ নিয়ে মহাসপ্তাহ ‘নেতাজি’-র

অভিষেক বললেন, “খুব মন খারাপ। এমনি দেখা করা আর মেকআপ রুম শেয়ার করা দুটো আলাদা বিষয়।”  

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৩
Share:

নেতাজি ও বাঘাযতীনের ভূমিকায় অভিষেক (বাঁ দিকে) ও স্বর্ণদীপ্ত। —নিজস্ব চিত্র

ইংরেজ বিরোধী সশস্ত্র আন্দোলনে বুড়িবালামের যুদ্ধ অবিস্মরণীয় এক প্রতিরোধ। এক দিকে চলছে এই যুদ্ধের পরিকল্পনা, অন্য দিকে উপযুক্ত গুরু খুঁজতে খুঁজতে হতাশ তরুণ নেতাজির সন্ন্যাস পর্ব শেষ হয়ে আসছে। বুড়িবালামের যুদ্ধে মৃত্যু হচ্ছে বাঘা যতীনের। নেতাজির মনে কী প্রভাব ফেলছে এই মৃত্যু? সেই উত্তরই খুঁজবে ‘নেতাজি’ ধারাবাহিকে বুড়িবালাম যুদ্ধ নিয়ে শুরু হওয়া ‘মহাসপ্তাহ’।

Advertisement

তরুণ নেতাজির ভূমিকায় অভিষেক বসু পুরো গল্প ভাঙলেন না। বরং শেয়ার করলেন তাঁর অনুভূতি, “নেতাজির ভূমিকায় অভিনয় করা এখন আমার জীবনের উদ্দেশ্য হয়ে গিয়েছে। চরিত্রটা ভাল করতে পারলে এর থেকে বড় আশীর্বাদ কিছু নেই। খারাপ হলে এর থেকে বড় লজ্জারও কিছু নেই।”

আজ, বুধবার এই ধারাবাহিক অতিক্রম করবে ২৭৭ পর্ব। বুড়িবালামের যুদ্ধের পরেই বাঘা যতীনের চরিত্রে স্বর্ণদীপ্ত ঘোষের কাজও শেষ হবে। তিনি বললেন, “রাইট নাও খুবই ইমোশনাল হয়ে আছি। ‘নেতাজি’ এক্সপেরিয়েন্সটা এত ভাল। অভিষেকের সঙ্গে ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’-তে কাজ করেছি। ও অর্জুন আর আমি ভীম। তখন থেকেই আমাদের বন্ডিং। ভাই বা ভ্রাতা বলি পরস্পরকে।”

Advertisement

নেতাজির সেটে। —নিজস্ব চিত্র

অভিষেক যোগ করলেন, “খুব মন খারাপ। এমনি দেখা করা আর মেকআপ রুম শেয়ার করা দুটো আলাদা বিষয়।”

রাত সাড়ে ৮টায় জি বাংলায় দেখা যাচ্ছে এই গল্প। ‘মহাসপ্তাহ’ চলছে ৩ থেকে ৭ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শনিবার।

আরও পড়ুন: ব্যর্থ পালিয়ে বিয়ের চেষ্টা, লুকিয়ে দেখা ছাদে, বিয়ে অবধি গড়ায়নি দেব আনন্দ-সুরাইয়া সম্পর্ক

আরও পডু়ন: সন্তানদের মুখ চেয়ে ‘শত্রুতা’ ভুলে বিয়ের পিঁড়িতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement