grammy award

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পিছোল গ্র্যামি

এ বছর গ্র্যামি সঞ্চালনা করবেন ‘দ্য ডেলি শো’ হোস্ট এবং কমেডি শিল্পী ট্রেভর নোয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০০:০১
Share:

ছবি: সংগৃহীত।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জেরে জেরবার আমেরিকা। সেই কারণে এই বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস পিছিয়ে দেওয়া হল। লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে ৩১ জানুয়ারির বদলে অনুষ্ঠানটি হবে ১৪ মার্চ। মঙ্গলবার রেকর্ডিং অ্যাকাডেমি এবং সিবিএস এক যৌথ বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে। তাদের বক্তব্য, লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অনুষ্ঠানে পারফর্ম করবেন এমন শিল্পীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এ বছর গ্র্যামি সঞ্চালনা করবেন ‘দ্য ডেলি শো’ হোস্ট এবং কমেডি শিল্পী ট্রেভর নোয়া। ন’টি মনোনয়ন পেয়ে এ বছরের গ্র্যামির অন্যতম আকর্ষণ পপ তারকা বিয়ন্সে। তাঁর মেয়ে ব্লু আইভি কার্টারও একটি মনোনয়ন পেয়েছেন। গ্র্যামির পরিবর্তিত তারিখের কাছাকাছি সময়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস, যেখানে টেলিভিশন ও বড় পর্দার শিল্পীদের পুরস্কৃত করা হয়। গ্র্যামির জন্য সেটিও এ বার পিছিয়ে যাবে কি না, তা জানা যাবে কয়েক দিন পরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement