Govinda

ফের টক্কর ২ চ্যানেলে, নাচের রিয়্যালিটি শো-এ মিঠুন বনাম গোবিন্দ

বলিউডেও ২ তারকার টক্কর ছিলই। ২ তারকার হাত ধরেই ফের রেষারেষিতে জি বাংলা, স্টার জলসা।

Advertisement

Upali Mukhopadhyay

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ২২:০৯
Share:

নাচের রিয়্যালিটি শো-এ মিঠুন বনাম গোবিন্দ

বলিউডেও ২ তারকার টক্কর ছিলই। বাংলাতেও সেই টক্কর নাকি খুব শিগগিরি দেখা যাবে। ২ তারকার হাত ধরেই ফের রেষারেষিতে জি বাংলা, স্টার জলসা। টেলিপাড়ার খবর, জি বাংলায় ফিরছে নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। আগে বিচারকের আসনে দেখা যেত মিঠুন চক্রবর্তীকে। এই শো-ই তাঁকে নতুন নাম দিয়েছিল, ‘মহাগুরু’। বিশেষ কারণে সেই আসন থেকে সরতেই স্টার জলসা সেই সুযোগ কাজে লাগিয়ে নিয়ে আসে নাচের রিয়্যলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’। যেখানে মিঠুনের ‘মহাগুরু’ বদলে হয়ে যায় ‘এম জি’। মিঠুনের সেই ছেড়ে যাওয়া আসনেই আসছেন গোবিন্দ। কিছু দিন আগেই তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার ‘সোনার সংসার’ পুরস্কার মঞ্চে।

এখানেই শেষ নয়। সূত্রের খবর, দুই চ্যানেলে লড়াইয়ে সমতা ফেরাতেই নাকি ফিরছে ‘ডান্স বাংলা ডান্স’। গত সিজনে এই শো-এর বিচারক ছিলেন সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত বছরে সম্প্রচারিত হওয়ার কথা ছিল নাচের শো-এর নতুন সিজন। অতিমারীর কারণে তা সাময়িক থমকে যায়। তখনই বিচারক বদলের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।

নতুন সিজন নিয়ে যদিও চ্যানেল কর্তৃপক্ষ মুখ খোলেননি। তবে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছে ছোট টেলি ইন্ডাস্ট্রি। ‘ডান্স বাংলা ডান্স সিজন ১০’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছিল গোবিন্দকে। গ্র্যান্ড ফিনালেতেও উপস্থিত ছিলেন তিনি। সম্ভবত তখন থেকেই আগামী সিজনের জন্য তাঁর কথা ভেবে রেখেছিল জি বাংলা। সম্প্রতি, কর্তৃপক্ষের অনুরোধে সবুজ সঙ্কেত দিয়েছেন অভিনেতা। তার পরেই তাঁকে দেখা গিয়েছে পুরস্কার মঞ্চের অনুষ্ঠানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement