Shah Rukh Khan

Gauri Khan-Aryan Khan: ‘মন্নত’ ছেড়ে বেরোলেন শাহরুখ-পত্নী, ছেলের সঙ্গে জেলে দেখা করতে যাচ্ছেন? জল্পনা

ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। মানত করেছেন, আরিয়ান না ফেরা পর্যন্ত কোনও মিষ্টি তৈরি হবে না ‘মন্নত’-এ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১১:৩১
Share:

ছেলে আরিয়ানের সঙ্গে মা গৌরী

সোমবার সকালে ‘মন্নত’ থেকে বেরোলেন শাহরুখ-পত্নী গৌরী খান। আর্থার রোড জেলে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। ২২ দিন ধরে জেলে শাহরুখ-গৌরীর ছেলে।

Advertisement

ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। মানত করেছেন, আরিয়ান না ফেরা পর্যন্ত কোনও মিষ্টি তৈরি হবে না ‘মন্নত’-এ। ‘মন্নত’-এর কর্মীদের এমনই নির্দেশ দেন তিনি। খান-পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাঁকে আটকে দিয়েছিলেন গৌরী। এর পরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনও মিষ্টি তৈরি করা হবে না।

রবিবার আরিয়ান-মামলায় নয়া মাত্রা পায়। বিস্ফোরক দাবি করেন এক সাক্ষী প্রভাকর সেইল। একটি ভিডিয়ো করে তিনি দাবি করেন, তাঁকে একটি ফাঁকা পঞ্চনামায় সই করানো হয়েছে। শুধু তা-ই নয়, তাঁকে নাকি আরিয়ানের বিরুদ্ধে কথা বলার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিক সমীর ওয়াংখেড়ে বেশ কিছু পরিমাণ টাকার প্রস্তাব দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement