৯২ বছর বয়সে মৃত্যু ‘ভারতরত্ন’ লতার। ফাইল চিত্র।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল লতা মঙ্গেশকরের। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন হয় রাষ্ট্রপতির তরফেও। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মরদেহের মুখাগ্নি করেন। রবিবার ৯২ বছরে বয়সে প্রয়াত হন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
ফুল দিয়ে লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন সচিন, শাহরুখেরা। উপস্থিত বিশিষ্টজনেরা।
লতার মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জাভেদ আখতার, রাজ ঠাকরে প্রমুখের। শ্রদ্ধা প্রধানমন্ত্রীর।
লতা মঙ্গেশকরের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। আরব সাগরের তীরে আজ শোকের হাওয়া। শোকার্ত সারা দেশ।
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র ও মহারাষ্ট্রের অন্যান্য মন্ত্রী। বিমানবন্দর থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়।
লতাকে তিনি ‘মা’ বলে সম্বোধন করতেন। লতার গানের কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম অনুরাগী সচিন তেণ্ডুলকর। গায়িকারও যথেষ্ট কাছের ছিলেন তিনি। মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত সচিন। এছাড়া পৌঁছে গিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এমএনএস প্রধান রাজ ঠাকরে প্রমুখ।
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত হলেন শাহরুখ খান।
শিবাজি পার্কে শাহরুখ। ছবি: ইনস্টাগ্রাম
শিবাজি পার্কে পৌঁছে গেল শিল্পীর মরদেহ। উপস্থিত রয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। একে একে আসতে শুরু করেছেন বিশিষ্টরা। আসছেন প্রধানমন্ত্রীও।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা কর্ণাটকের। মুখ্যমন্ত্রী বাসবরাজা বোম্মাই জানান, আগামী দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বন্ধ থাকবে সব রকম সরকারি অনুষ্ঠান।
শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে সন্ধে সাড়ে ছ’টা নাগাদ। তার আগে শিবাজি পার্কে বাজছে একের পর এক লতার গান। শোকের আবহ শহরজুড়ে।
প্রয়াত শিল্পীর বাড়িতে উপচে পড়ছে ভক্তদের ভিড়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বিশিষ্টরা। শেষযাত্রায় লতা মঙ্গেশকর। প্রয়াত শিল্পীর দেহ ঢাকা হল তেরঙ্গা পতাকায়। হাতজোড় করে প্রণাম করে বিদায় বোন আশা ভোঁসলের।
প্রয়াত শিল্পীর ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে লতাকে শ্রদ্ধার্ঘ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। লুধিয়ানার সভা থেকে লতাকে প্রণাম রাহুলের।
নেট মাধ্যমে আবেগতাড়িত টুইঙ্কল খান্না। রাজেশ-কন্যা বাবার সঙ্গে লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মনের ছবি দিয়ে লেখেন, ‘‘ওঁনার (লতা) সুরের মূর্ছনা চিরদিন থেকে যাবে আমাদের হৃদয়ে।’’
লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। সোমবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। রবিবার সন্ধে ৬টা নাগাদ শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে লতার।
শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের প্রস্তুতি চলছে। বিকালেই এখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন অন্যান্য বিশিষ্ট।