Bollywood

পেট চালাতে ধনেপাতা বিক্রি করতেন এই বলি অভিনেতা!

বলিউডে জুনিয়র আর্টিস্ট হিসাবে যাত্রা শুরু। বড়জোড় ১-২ মিনিটের জন্যই পর্দায় দেখা যেত তাঁকে। সেই তিনিই আজ বলিউডের অন্যতম তারকা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৪:৩০
Share:
০১ ১৭

বলিউডে জুনিয়র আর্টিস্ট হিসাবে যাত্রা শুরু। বড়জোড় ১-২ মিনিটের জন্যই পর্দায় দেখা যেত তাঁকে। সেই তিনিই আজ বলিউডের অন্যতম তারকা।

০২ ১৭

উত্তরপ্রদেশের বুধানা গ্রামে জন্ম তাঁর, ৮ ভাইবোনের মধ্যে তিনিই সবচেয়ে বড়।

Advertisement
০৩ ১৭

তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকি। রোজগারের জন্য যিনি এক সময় ধনে পাতাও বিক্রি করেছেন। বাবার দোকানে কাজও করেছেন পড়াশোনার ফাঁকে। সম্প্রতি এক টিভি শোয়ে এ কথা জানিয়েছেন তিনি।

০৪ ১৭

রসায়ন নিয়ে পড়াশোনা করলেও কাজের খোঁজে দিল্লিতে এসে ভর্তি হন ‘ন্যাশনাল স্কুল অব ড্রামায়।

০৫ ১৭

কেরিয়ারের শুরুতে কোনও পরিচালকই তাঁকে নিতে চাইতেন না তাঁর চেহারার জন্য। আজ তিনি বলিউডের ‘এ-লিস্টেড’ অভিনেতাদের মধ্যে অন্যতম।

০৬ ১৭

২০০৩ সালে ‘বাইপাস’ নামক একটি স্বল্প দৈর্ঘের সিনেমায় ইরফান খানের সঙ্গে অভিনয় করেন। পরিচালকদের নজরে পড়েন এই সিনেমার মধ্যে দিয়েই।

০৭ ১৭

২০০৭ সালে ‘ব্ল্যাক ফ্রাইডে’ তাঁকে প্রথম পুরস্কার এনে দেয়। এরপর একে একে ‘নিউইয়র্ক’, ‘দেব-ডি’, ‘পিপলি লাইভ’-এর মতো সিনেমায় অভিনয় করেন।

০৮ ১৭

২০১২ সালে বলিউড তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ পায়। ‘কহানি’র পুলিশ অফিসার থেকে ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মাফিয়া। আবার ‘পান সিংহ তোমার’-এর বায়োপিকেও অভিনয় করেন তিনি।

০৯ ১৭

ভিন্ন স্বাদের সিনেমা তো বটেই, কমার্শিয়াল সিনেমাতেও তিনি যে সাবলিল তার উদাহরণ হিসাবে রয়েছে ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’ বা ‘ফ্রিকি আলি’।

১০ ১৭

তবে যে সিনেমাই হোক না কেন, তাঁর অভিনয়ের জাদুতে গল্প আলাদা এক মাত্রা পায়। তাই অ্যাওয়ার্ডের সংখ্যাও কম নয়। ফিল্মফেয়ার থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড সবই পেয়েছেন তিনি।

১১ ১৭

কিছু দিন আগেই তিনি একটি ছবি পোস্ট করে জানান, তাঁর বোন ১৮ বছর বয়স থেকে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন। ক্যানসার আক্রান্তদের উদ্দেশে তিনি জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দেন।

১২ ১৭

সম্প্রতি তিনি ‘মান্টো’ ও বাল ঠাকরের জীবনের উপর ভিত্তি করে তৈরি ‘ঠাকরে’তে অভিনয় করে দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন।

১৩ ১৭

ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এ তাঁর অভিনয় নিয়ে চর্চা হয়েছিল অনেক। তারই দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিচ্ছেন এখন তিনি। বেরিয়েছে তার পোস্টারও।

১৪ ১৭

এ ছাড়াও নেটফ্লিক্সের ‘সিরিয়াস মেন’ নামক একটি সিনেমায় তাঁকে মূল অভিনেতা হিসাবে নেওয়া হয়েছে।

১৫ ১৭

অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর বন্ধুত্বকে তিনি সেরা বলে মনে করেন। অনুরাগের হাত ধরেই ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ বা ‘রমন রাঘভ ২.০’–র মতো সিনেমা তিনি করেছেন।

১৬ ১৭

পর্দার পিছনে তিনি অত্যন্ত সাধারণ ভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। দামি ব্র্যান্ডেড জিনিস তাঁর না-পসন্দ। ছোটবেলা দারিদ্রতায় কাটিয়েছেন বলেই টাকার মূল্য বোঝেন— জানিয়েছেন তিনি।

১৭ ১৭

তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম অঞ্জলি সিদ্দিকি। একটি ছেলে ও মেয়েও আছে তাঁদের,মেয়ের নাম শোরা এবং ছেলের নাম ইয়ানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement