Freida Pinto

Freida Pinto: মা হতে চলেছেন ফ্রিডা পিন্টো, প্রকাশ্যে আনলেন ‘বেবি বাম্প’-এর ছবি

ফ্রিডার হবু স্বামী কোরি পেশায় একজন চিত্রগ্রাহক। ২০১৯ সালে বাগদান হয়েছিল তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ২৩:৪২
Share:

হবু স্বামীর সঙ্গে ফ্রিডা।

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী ফ্রিডা পিন্টো। মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি দিয়েছেন ফ্রিডা। সঙ্গে রয়েছেন হবু বর কোরি ট্র্যান।

Advertisement

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ফ্রিডার ‘বেবি বাম্প’-কে সযত্নে ছুঁয়ে রয়েছেন কোরি। দ্বিতীয় ছবিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। ফ্রিডার অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন পোস্টের মন্তব্য বাক্স।

ফ্রিডার হবু স্বামী কোরি পেশায় একজন চিত্রগ্রাহক। ২০১৯ সালে বাগদান হয়েছিল তাঁদের। নেটমাধ্যমে সেই বিশেষ দিনের একাধিক ছবিও দিয়েছিলেন তাঁরা। ২০১৭ সাল থেকেই কোরি এবং ফ্রিডার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। দু’বছরের মাথায় তাঁদের সম্পর্কে শিলমোহর পড়ে। তার আগে অভিনেতা দেব পটেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ফ্রিডা। ‘স্লাম ডগ মিলিয়নেয়র’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ২০১৪ সালে দেব এবং ফ্রিডার প্রেম ভাঙে।

Advertisement

আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় ফ্রিডা এবং কোরি। একসঙ্গে আগামীর স্বপ্ন বুনছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement