Kartik Aaryan

যত পরিশ্রম, তত পারিশ্রমিক! ‘ফ্রেডি’র জন্য বাড়ল কয়েক কেজি ওজন, পকেটে কত পুরলেন কার্তিক?

কার্তিক আরিয়ান এবং আলয়া এফ অভিনীত এই থ্রিলার দর্শকের মন কেড়ে নিতে পারল কি না, তা আর কিছু সময় পেরোলেই বোঝা যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৩:৪৩
Share:

ফাঁস হয়ে গিয়েছে নেপথ্যকথা। ‘ফ্রেডি’-চর্চার বদলে তা নিয়েই এখন জোরদার জল্পনা বলিপাড়ায়।

বছর শেষে ‘ফ্রেডি’ মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। কার্তিক আরিয়ান এবং আলয়া এফ অভিনীত এই রোম্যান্টিক থ্রিলার দর্শকের মন কেড়ে নিতে পারল কি না, তা আর কিছু সময় পেরোলেই বোঝা যাবে। তার আগে অবশ্য ফাঁস হয়ে গিয়েছে নেপথ্যকথা। ‘ফ্রেডি’-চর্চার বদলে তা নিয়েই এখন জোরদার জল্পনা বলিপাড়ায়।

Advertisement

দিনে সে একাকী, লাজুক এক দাঁতের চিকিৎসক। তবে রাত হলে সেই ব্যক্তিই খুন করতে বেরোয়! থ্রিলারের মূল আকর্ষণ সেই ডক্টর ফ্রেডি জিনওয়ালা চরিত্র। যে ভূমিকায় অভিনয় করার জন্য নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন কার্তিক। গোপন সূত্রে খবর, শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ফ্রেডি’-র জন্য ৭ কোটি টাকা হেঁকেছিলেন নায়ক। যা দিতে বাধ্য হন নির্মাতারা।

অন্য দিকে সুন্দরী তরুণী, যাকে নিয়ে আচ্ছন্ন হয়ে আছে চিকিৎসক ‘ফ্রেডি’, সেই চরিত্রে অভিনয় করেছেন পূজা বেদীর কন্যা আলয়া। ‘জওয়ানি জানেমন’ ছবিতে সইফ আলি খান আর তব্বুর সঙ্গে অভিনয় করে সদ্য বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, ‘ফ্রেডি’-র জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন দেড় কোটি টাকা।

Advertisement

বাকি কলাকুশলীর মধ্যে জেনিফার পিসিনাতো নিয়েছেন ৩৫ লক্ষ টাকা। তৃপ্তি অগ্রবালের পারিশ্রমিক ছিল ২৫ লক্ষ টাকার আশপাশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement