Chhaava Controvercy

স্ত্রীকে নিয়ে ছত্রপতির নাচ! বিকৃতি দেখালে ‘ছাবা’র মুক্তি আটকাব, হুমকি শিবাজির বংশধরের

‘ছাবা’ ছবির ঝলক সম্প্রতি মুক্তি পেয়েছে। তা দেখে ভয়ানক চটেছেন মরাঠা সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতি। তাঁর দাবি, ভুল তথ্য পরিবেশিত হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৩:২৭
Share:

ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাবা’ নিয়ে বিরক্ত প্রাক্তন সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতি? ছবি: সংগৃহীত।

পর্দায় ছত্রপতি শিবাজির বড় ছেলে সম্ভাজির জীবনের কিছু ঘটনা— ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাবা’ ছবিতে। সেই ছবির প্রথম ঝলক মুক্তি পেতেই শুরু হয়েছে শোরগোল। পর্দায় স্ত্রী জেশুবাঈকে নিয়ে ছত্রপতি সম্ভাজি মহারাজের নাচ-গান মেনে নিতে পারছেন না ছত্রপতির বংশধর এবং প্রাক্তন মরাঠা সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতি। ঝলকে মরাঠাদের বিশেষ বাদ্যযন্ত্র লেজ়িম-এর তালে নাচতে দেখা গিয়েছে ছত্রপতি-রূপী ভিকি এবং জেশুবাঈ-রূপী রশ্মিকাকে। যা দেখে চটেছেন প্রাক্তন সাংসদ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মরাঠা সংস্কৃতিতে এই বিশেষ বাদ্যযন্ত্র ব্যবহারের উল্লেখ রয়েছে। কিন্তু ছত্রপতি তাঁর স্ত্রীকে নিয়ে লেজ়িম-এর তালে নেচেছিলেন কিনা, সেটা তো কোথাও লেখা নেই! একই ভাবে আপত্তি রয়েছে ঐতিহাসিক দুই চরিত্রের পোশাক নিয়েও।

Advertisement

শুধু আপত্তি জানিয়েই ক্ষান্ত থাকেননি প্রাক্তন সাংসদ। তিনি পরামর্শও দিয়েছেন, মুক্তির আগে ‘ছাবা’ ছবিটি প্রথম সারির ঐতিহাসিককে একবার দেখিয়ে নিলে ভাল হয়। কোনও ঐতিহাসিক ভুল থাকলে ছবি প্রদর্শিত হবে না। এই ধরনের ছবি দেখতে দর্শকেরাও পছন্দ করেন। তাঁদের কাছেও তা হলে ভুল বার্তা যাবে না। সম্ভাজিরাজের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্রের সাধারণ মানুষও। সম্ভাজিরাজে অবশ্য এ-ও জানিয়েছেন, এই ধরনের ছবি দেশের অতীতকে গৌরবান্বিত করে। ছবিতে ছত্রপতির বীরত্বের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনকেও তুলে ধরা হয়েছে। এই প্রজন্ম এই ছবি থেকে দেশের হারানো গৌরব সম্পর্কে জানতে পারবেন। ফলে, এই ধরনের ছবি তৈরিতে তাঁর কোনও আপত্তি নেই।

যদিও সম্ভাজিরাজে জানেন, ছবিতে বিনোদনমূলক দৃশ্য থাকবেই। কারণ, এটি সম্ভাজির উপরে নির্মিত তথ্যচিত্র নয়। পাশাপাশি, বড় পর্দায় নাটকীয়তা ফোটাতে গেলে ইতিহাসকে হুবহু অনুসরণ করাও সম্ভব নয়। সেই দিক মাথায় রেখেই তাঁর মত, সিনেমা তার পথেই হাঁটুক। তবে তথ্য বিকৃত না করে। সঙ্গে হুঁশিয়ারি, ছবিতে তেমন কিছু দেখানো হলে মহারাষ্ট্রে ‘ছাবা’ যাতে মুক্তি না পায় সেই ব্যবস্থাই তিনি করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement