Saif Ali Khan

সইফের হাত ধরে বলি অভিষেক ঘটছে এক কালের হট নায়িকার এই মেয়ের

তার পরই বলিউডে পা রাখতে চলা নায়িকাকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১১:০৯
Share:

এই নায়িকাকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

‘জওয়ানি জানেমন’ ছবিতে প্লে বয়ের চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান। ফিল্মে তাঁর লুক কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল প্রযোজক সংস্থার তরফে। সেই ছবিতে ডেবিউ করতে চলা নবীন অভিনেত্রীর লুকের ছবি প্রকাশিত হয়েছে শুক্রবার। তার পরই বলিউডে পা রাখতে চলা নায়িকাকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।

Advertisement

সেই ছবিতে ২২ বছরের অভিনেত্রীকে দেখা যাচ্ছে বেশ ফুরফুরে লুকে। ফ্লোরাল প্রিন্টের কালো রঙের পোশাকে ওই অভিনেত্রীর পিঠে রয়েছে ব্যাগ। সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘নতুন বছর ডাকছে নতুন তারকাকে।”

দেখুন ‘জওয়ানি জানেমন’ ছবিতে অভিষেক হতে চলা সেই নতুন তারকার ছবি—

Advertisement

আগামী ৩১ জানুয়ারি দেশ জুড়ে মুক্তি পাবে সইফ আলি খান ও তাবু অভিনীত ‘জওয়ানি জানেমন’। সেই রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করবেন ২২ বছরের অভিনেত্রী আলাইয়া ফার্নিচারওয়ালা। নবীন এই অভিনেত্রীর অন্য পরিচয়, তিনি পূজা বেদীর মেয়ে। নতুন দশকে নতুন অভিনেত্রীকে দেখতে মুখিয়ে রয়েছেন সিনে দুনিয়া।

দেখুন জওয়ানি জানেমনের টিজার—

আরও পড়ুন: ঘর ছেড়ে রাঙা মাটির পথে বহু বছর, অজয়ের বাঁকে সেই অনাথবন্ধুর সঙ্গে দেখা

আরও পড়ুন: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন: নুসরত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement